ডান্ডিবার্তা রিপোর্ট নানা সমীকরণ নিয়ে ব্যস্ত নারায়ণগঞ্জের নেতারা। রাজনৈতিক দলগুলো নানামুখী তৎপরতা শুরু করেছে। তবে সবার একটাই লক্ষ্য আগামীর জাতীয় নির্বাচন। আওয়ামীলীগকে এবার আর ফাঁকা মাঠে গোল দিতে দিবে না বিএনপি। এ জন্য দল গুছানোর পাশাপাশি সকার বিরোধী আন্দোলন নিয়েও ব্যস্ত রয়েছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামীলীগও প্রস্তুতি নিচ্ছে বিএনপির সরকার বিরোধী আন্দোলন প্রতিহত করতে। এছাড়া জাতীয় নির্বাচনে কে প্রার্থী হবে, কে মনোনয়ন চাইবেন এসব নিয়ে। তবে উভয় দলেই রয়েছে বিরোধ, বিভাজন। একাধিক বলয় থাকায় আওয়ামী লীগ-বিএনপিতে নানা অস্থিরতা বিরাজ করছে। বিরোধ না মিটানোর কারণে বৃহত দল দুটি থেকে অস্থিরতা কাটছে না। বোদ্ধা মহলের মতে, আওয়ামী লীগ-বিএনপি থেকে বিরোধ মিটানোর উদ্যোগ নেয়া না গেলে উভয় দলই সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তথ্যমতে, নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এক সঙ্গে বিরোধী দলের আন্দোলন দমন এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে চাঙা রাখতে নানা উদ্যোগ নিতে যাচ্ছে। ইতোমধ্যে দল পূর্ণঃগঠন কাজ শুরু করেছে। জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটে এ বছরই গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি চূড়ান্ত হয়ে আছে, যে কোন সময় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয়া হবে। অন্যদিকে, নারায়ণগঞ্জ বিএনপিও নানাভাবে সক্রিয় রয়েছে। জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে কাজ চলছে দীর্ঘদিন ধরে। এ ছাড়া যেসব থানা কমিটি এখনো গঠন করতে পারেনি তাও গঠনের জোর চেষ্টা চলছে। জেলা বিএনপি চলছে আহবায়ক কমিটি দিয়ে। এই কমিটি নিয়ে রয়েছে নানা বিতর্ক। নেতাকর্মী বর্তমান নেতৃত্ব নিয়ে বিব্রত। কেন্দ্রীয় নেতারাও জেলা বিএনপির আহবায়ক কমিটির কর্মকান্ডে অসন্তুষ্ট। আগামীতে নেতৃত্ব পরিবর্তন নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে দলের হাইকমান্ড। রাজপথে সক্রিয় এবং দলের নেতাকর্মীদের মধ্যে যাদের গ্রহনযোগ্যতা রয়েছে এমন নেতাদের হাতে জেলা ও মহানগর বিএনপির কমিটি তুলে দিতে কাজ শুরু করেছে এমনটাই জানিয়েছেন বিএনপির একাধিক সূত্র।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯