ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, একটি পক্ষ দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে মাঠে নেমেছে। দলমত নির্বিশেষে দুই-তিনদির পর মাঠে নামবো। একাও নামতে পারি আবার কাউকেই সাথে নিয়েও নামতে পারি। আমার খারাপ মানুষের দরকার নাই। গতকাল সোমবার জাতির জনকের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সৃষ্টি। সকল আন্দোলন এ নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছিলো। যারা ষড়যন্ত্র শুররু করেছে বিসমিল্লাহ বলে নারায়ণগঞ্জ থেকে শুরু হবে। খেলা হবে একটা, ইনশাআল্লাহ সে খেলায় জিতবো আমরা। বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, রাজপথে তারা আমার নেত্রীকে নিয়ে অনেক বাজে কথা বলছে। সারা বাংলাদেশ লাগবে না আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইনশাল্লাহ। ৬১ বছরের শামীম ওসমান এখন ১৬ বছরের তাজা এক যুবক। আপনারা খেলতে চান, আমরা অব্যশই খেলবো। জনগনকে নিয়ে সকল কিছুর জবাব দেওয়া হবে। এবার আমরা জাতির কন্যার কথা শুনবো না। প্রস্তুত থাকেন এবার খেলা হবে ইনশাল্লাহ। শোকসভায় শামীম ওসমানের সাথে ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিন শামীম ওসমান নারায়ণঘঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি স্পটে আয়োজিত কাঙ্গালি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯