আজ শনিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১ | ২২ শাবান ১৪৪৬ | রাত ১:২৩
শিরোনাম:
রানার হাতে যে ভাবে মিলে যাদুর চেরাগ    ♦     ডেভিল হান্ট আতঙ্কে আ’লীগ    ♦     ২১’শের রক্তাক্ত পথ ধরেই দেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়    ♦     জাতিকে অস্থিরতায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন    ♦     বন্দরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ    ♦     অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলতো চুনা কারখানা    ♦     অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি    ♦     অর্থের বিনিময়ে তাঁতীলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি!    ♦     বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে মামলা    ♦     বন্দরে হাজী সিরাজ উদ্দিন স্কুলে চুরি চোর সিন্ডিকেটের ৯জন আটক    ♦    

না’গঞ্জের রাজপথ এখন সরব

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২২ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মৃত্যু বার্ষিকী ও জন্মদিনের রাজনীতিতে সরব নারায়ণগঞ্জ। কেউ কাঁদে কেউ হাসে। তবে উভয় দলই সক্রিয় এখন রাজনীতিতে। গত সোমবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আওয়ামীলীগ নেতারা চষে বেড়িয়েছেন শহর ও শহরতলীর প্রতিটি স্পটে। এদিকে গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন পালন করে। আওয়ামীলীগ জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্পটে গিয়ে বিএনপিসহ সরকার বিরোধীদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দেয়।  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মায়া হয় মন্তব্য করে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের অনেকেই লন্ডনে থাকা নেতার কথায় নাচতাছেন। যারা নাচুইন্না বুড়ি তাদের বলি, নাইচা যদি গর্তে ঢুকেন তাহলে আমাদের বিচ্ছু বাহিনী কিন্তু ঠিকই হাত দিয়ে বের করে নিয়ে আসবে। বার বার একই জিনিস চলে না। এবার আগুন দিবেন মানুষ পুড়িয়ে মারবেন সেটা আর হবে না। এবার যদি আমাদের নেত্রী শেখ হাসিনাও বলেন যে শান্ত হও তাও হবো না। এবার কেউ কারো কথায় শুনবে না। নেতায় লন্ডনে বসে হুকুম দেয় আর আপনি নাচবেন হবে না। ওর তো কিছু হবে না। ফাঁসবেন তো আপনি। সাহস থাকলে নেতাকে লন্ডন থেকে দেশে আসতে বলেন। নিজের মা মরে মরে আসে না আর আপনার জন্য আসবে কোন দুঃখে। যার মায়ের প্রতি দরদ নাই তার আবার দেশের প্রতি দরদ কেন। তুই আইতে না পারলে না আস সমস্যা নাই। ছেলের বউ এত বড় ডাক্তার মা অসুস্থ চিকিৎসার জন্য আসে না। আচ্ছা বুঝলাম বউ বোধহয় স্বামীকে ভালোবাসে না। আচ্চা নাতনি তো আছে। সে তো আসতে পারতো। সেও আসেনি। আহারে খালেদা জিয়ার জন্য আমার বড় মায়া লাগে। খুবই কষ্ট লাগে। তাই বলি তার কথায় অনেকেই নাচানাচি করে লাভ হবে না। তিনি বলেন, দেশে কোন ধরনের ঝামেলা করার চেষ্টা হলে প্রতিরোধ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে, খেলা হবে। সে খেলায় আমরা জিতবো ইনশাআল্লাহ। আমরাই খেলবো। কারণ শয়তান শয়তানি করতে পারে কিন্তু আল্লাহর সাথে পারেনা। আল্লাহর রহমত আছে শেখ হাসিনার উপর। তিনি বলেন, মানুষ চায় তারা যেখানে থাকবে সেখানে কেউ মাদক বিক্রি করতে পারবেনা, থাকবেনা মাদক সন্ত্রাস কিংবা চাঁদাবাজ। মানুষ চায় আমার জমিতে কেউ সাইনবোর্ড লাগাবেনা, কারো মেয়ে ঘর থেকে বাইরে গেলে নিরাপদে থাকবে। একাজটা আমি একা পারবোনা। সমাজের ভালো মানুষদের নিয়ে করতে চাই, যে যেই দলই করুক। শামীম ওসমান বলেন, আমাদের হাইব্রিড দরকার নাই। হাইব্রিড পেছনেই থাইকেন। নামাজ যে পড়বেন সে ঈমামের পেছনে দাঁড়িয়ে পড়বেন। ঈমামের সামনে গেলে কিন্তু নামাজ হবে না। নেতা হোন মন্ত্রী হোন মেয়র হন আপত্তি নাই ঈমামের পেছনে থাইকেন। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিন। তাহলে দেখবেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার গঠন করবে।তারেক রহমান হবেন দেশের প্রধান মন্ত্রী। আর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিয়ে রাতের আধারে নির্বাচন করে সরকার গঠনের চিন্তা করেন তাহলে বিএনপির নেতা কর্মীরা রাজপথে থেকে আপনাদের বিরুদ্ধে চরম আন্দোলন গড়ে তুলে আপনাদের বিদায় ঘন্টা বাজাবে। সদ্য বিধবার বেশে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রাজপথে কেটেছে ৮টি বছর। মইনুদ্দীন ফখরুদ্দিনের অগণতান্ত্রিক সরকারের নির্যাতনে পিষ্ট হয়েও দেশ ছাড়েননি তিনি। মুক্ত খালেদা জিয়া যুগে যুগে সকল স্বৈরাচার ও ফ্যাসিস্টের আতঙ্ক। তাই মিথ্যা বানোয়াট রাজনৈতিক প্রতিহিংসামূলক কাল্পনিক একটি মামলায় তিনি আজ গৃহবন্দী। নিয়ন্ত্রিত আদালতের রায়ের মাধ্যমে শুধু ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়াই বন্দী হয়ে নেই, বন্দী হয়ে রয়েছে দেশের গণতন্ত্র, দেশের মানুষের ভোটাধিকার, মানুষের কথা বলার স্বাধীনতা। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়াতে পারেন একজনই, তিনি ব’ দ্বীপের বাতিঘর বেগম খালেদা জিয়া। দেশী হায়েনা এবং বিদেশী বেনিয়াদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন একজনই, তিনি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাইতো বেগম খালেদা জিয়া ভাল থাকলেই ভাল থাকে প্রিয় বাংলাদেশ। উভয় দলই এখন রাজনীতির মাঠে। এনিয়ে নারায়ণগঞ্জ এখন রাজনীতি সরব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা