আবদুর রহিম
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে নামবেন শামীম ওসমান। বিরোধী দলের আন্দোলন প্রতিরোধ এবং দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে শামীম ওসমানসহ তার সমর্থকেরা প্রস্তুতি নিচ্ছেন। নিদের্শ পেলেই রাজপথে নেমে আসবেন তাঁরা। ইতোমধ্যে সাংসদ শামীম ওসমান একটি শোডাউনের ঘোষণা দিয়েছেন। জাতীয় শোক দিবসের নানা কর্মসূচিতে অংশ নিয়ে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই এমপি। দলের নেতাকর্মীরা তাঁর ডাকের অপেক্ষায় রয়েছে। ডাক আসলেই রাজপথে নেমে আসবেন। অন্যদিকে বিএনপিও থেমে নেই। তাঁদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছেন। দলের ব্যানারে নানা কর্মকান্ড করছেন তাঁরা। রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে, বিএনপি সরকার বিরোধী আন্দোলনে গেলে নারায়ণগঞ্জে সংঘাত অনিবার্য। সূত্র জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিকে আর ছাড় দিবে না। দল এবং দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তৎপর হচ্ছেন। জাতীয় শোক দিবসকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকান্ড শুরু করেছেন। শামীম ওসমানের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করছেন। এছাড়া সাংসদ শামীম ওসমান নিজেও দলীয় কর্মকান্ডে অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মীদের মতে, সাংসদ শামীম ওসমান সশরীরে মাঠে থাকলে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা থাকে। তিনি যেহেতু রাজপথে নেমেছেন তাহলে এবার খেলা হবে। বিভিন্ন অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমান বলেছেন, দেশ নিয়ে গভীর যড়যন্ত্র হচ্ছে, সবাইকে সর্তক থাকতে হবে। দেশে কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা হলে প্রতিরোধ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে, খেলা হবে। সে খেলায় আমরা জিতব ইনশাআল্লাহ। আমরাই খেলব। কারণ শয়তান শয়তানি করতে পারে কিন্তু আল্লাহর সঙ্গে পারে না। আল্লাহর রহমত আছে শেখ হাসিনার ওপর। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের মাটি থেকেই ঘোষণা দিবো, সিদ্ধিরগঞ্জের মিটিং এ বসে আলোচনা করবো। জনগণকে নিয়ে সকল কিছুর জবাব দেয়া হবে। সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হবে। যদি মনে করে, আবার আগুন দিয়ে মানুষ মারবেন। ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করলে আমরা জাতির পিতার কন্যার কথাও শুনবো না। আন্দোলন করে সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসেন, সমস্যা নাই। কিন্তু যদি অন্য কিছু করে বাংলাদেশকে ধ্বংস করতে চান তাহলে প্রস্তুত থাকেন, খেলা হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯