
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে হতাশ হয়ে পড়েছে আওয়ামীলীগ ও বিএনপি নেতারা। আওয়ামীলীগ নেতাদের তাল মাতাল বক্তব্য আর দেশের অস্থার উপর নির্ভর করে বিএনপি নেতাদের ক্ষোভ প্রকাশ চলছে। আর এ নিয়ে শহরময় চলছে আলোচনা সমালোচনা। বর্তমান রাজনৈতিক অবস্থায় নেতারা ক্ষিপ্ত হয়ে পড়েছে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমান দলীয় কোন্দল প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সভা সমাবেশে যে ভাবে বক্তব্য দিয়ে গরম করি মনে হয় দুনিয়া জয় করে ফেলছি। আমরা দল করছি নাকি দলে কোন্দল করছি তা আমাদের বুঝতে হবে। দলে পদ পাওয়ার আগে জান প্রান দিয়ে নিজেকে উজার করে ফেলি। পদ পাওয়ার পরে নিজেকে গুটিয়ে নেন।’ ‘আমার মনে হয় নারায়ণগঞ্জে রাজনীতির চেয়ে অপরাজনীতি বেশি হচ্ছে। কিছু লোক বড় বড় পদ মাতিয়ে এনজয় করছেন; করেন। কিন্তু দলটাতো করবেন। পদ নিয়ে যারা এনজয় করেন দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তাদের বাহবা দেয়ার কিছু নাই।’ সোনারগাঁ আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, অনেকেই বক্তব্যে বলে আহবায়ক কমিটি কাজ করে না। তারা সাংগঠনিক কাজে দূর্বল। কারা বলে এ কথা? যারা ব্যক্তিলীগ করে তারা এ কথাগুলো বলে। আমি বলবো আহবায়ক কমিটি আজকে সাংগঠনিকভাবে শক্তিশালী। এদিকে ওলামাদলের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান বেনু খান বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন- বিএনিপর হাতে হারিকেন ধরিয়ে দিবেন। বিএনপি এবং এ দেশের জনগণ হারিকেন চায় না, চায় সুষ্ঠু নির্বাচন। বর্তমানে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, গুম, নারী নির্যাতন, ধর্ষণ ব্যাপক হারে বেড়েছে। দ্রব্যমূল্য উর্ধ্বগতির জন্য আজ এদেশের মানুষ দিশাহারা। দেশে এসব হচ্ছে বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার কারণে। তাই সুষ্ঠু নির্বাচন হলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন কায়েম হবে। জনগণের জান ও মালের নিরাপত্তা আসবে। মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম আমরা সকলেই বাংলাদেশে বসবাসকারী। সবার বেঁচে থাকার অধিকার আছে। তিনি আরো বলেন, আমরা এদেশের মানুষ সবাই ভাই ভাই। কেহ কারো শত্রু নই। অথচ ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে এবারো আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিজ দলের শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। এটা বড়ই দু:খজনক ঘটনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ও আইনের শাসন কায়েম, মিথ্যা মামলা-হামলা বন্ধ করুন। তাহলে এদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, গুম, নারী ধর্ষণ, নির্যাতন বন্ধ হয়ে যাবে। এদিকে নানা কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জের রাজপথে নামবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই মধ্যে আন্দোলন পরিচালনা করতে কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি আগামী সোমবার থেকে বাস্তবায়ন করবে কমিটির সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। প্রথমে তারা লোডশেডিং, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ভোলা জেলা বিএনপির সমাবেশে গুলিতে নিহত ও দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে সভা, সমাবেশ, মিছিল কর্মসূচি নিয়ে মাঠে নামবেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ জানান, কেন্দ্রে মিটিং আছে। সেই মিটিংয়ের নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের সাথে মিটিং করে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিবো। বিএনপির একাধিক নেতা জানান, ইতোমধ্যে ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রীরা তাদের বক্তব্যে তারা কি বলে নিজেরাও জানেন না। প্রাথমিক শিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন তাল মাতাল হারিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিছে শোক দিবসে গিয়ে। তিনি তাদের নেতা বঙ্গবন্ধুকে যেন জাহান্নামের সবচেয়ে ভালো জায়গায় স্থান পায় এই কামনা করে দোয়া করেন। আরেক মন্ত্রী বলেছেন দেশের মানুষ বেহেশতে আছে। তাও আবার পররাষ্টমন্ত্রী আব্দুল মোমেন এই ধরনের কথা বলেন। তাদের এই বক্তব্য এখন হাসি তামাশায় পরিনত হয়েছে। আর এসকল বক্তব্য নিয়ে সারা দেশের মত নারায়ণগঞ্জেও চলছে আলোচনা সমালোচনা। বিএনপি নেতারা বলেন, আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে এখন আবোলতাবোল বকছে। এখন তারা নিজেরা নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাই তাদের উচৎি এখনই পদত্যগ করা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯