ডান্ডিবার্তা রিপোর্ট নিজ ঘর সামলাতে পারছে না নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা। দলের ভেতরে কোন্দল, উপকোন্দলে জর্জড়িত দলটি। আহবায়ক কমিটির আহবায়ক পরিবর্তনের পর থেকে বিএনপিতে শৃঙ্খলা ভেঙে পরে। বর্তমান নেতৃত্বকে অনেক নেতাই মানতে পারছে না। ফলে প্রায় সময়ই আহবায়ক কমিটির শীর্ষ নেতাদের সাথে নবীনদের কেউ কেউ সরাসরি বাকযুদ্ধে জড়িয়ে যাচ্ছেন। এ নিয়ে দলের ভেতরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এসব কারণে নবীনদের সাথে প্রবীণদের দূরত্ব, দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে। দলের কয়েকজন নেতা প্রকাশ্যে ঐক্যের কথা বললেও মূলতঃ তাঁরাই দলের ভেতরে দ্বন্দ্ব, কোন্দল সৃষ্টি করছে এমন অভিযোগ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক নেতা জানান, নারায়ণগঞ্জ বিএনপিতে বিভাজন বেড়েই চলেছে। দিনে দিনে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কয়েক দফা সংঘর্ষের কারণে দলের ভেতরে বিভাজন বৃদ্ধি পায়। দলের প্রতিপক্ষের হামলায় দলের একাধিক নেতা রক্তাক্ত হয়েছে। মামলায় গড়িয়েছে এসব ঘটনা। দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, সদস্য সচিবসহ বেশ কিছু নেতাকর্মী। এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে হাতাহাতির ঘটনা নিয়মিত রুটিনে পরিনত হয়েছে। নেতাকর্মীদের অনেককেই কারো কমান্ড মানছে না। অনেক সময় দলের কেন্দ্রীয় নেতাদের সামনেই বিরোধে জড়িয়ে পরেছে। ফলে স্থানীয় নেতারা বিব্রতকর অবস্থায় পরছে। সূত্র জানায়, জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকেই বিএনপিতে দ্বন্দ্ব শুরু হয়। বিশেষ করে এড.তৈমুর আলম খন্দকারকে দল থেকে বহিষ্কারের পর থেকে বিএনপি থেকে শৃঙ্খলা ভেঙে পরেছে। বর্তমানে যারা জেলা বিএনপির নেতৃত্বে রয়েছে তাঁরা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ। কমিটি গঠন থেকে শুরু নানা কর্মকান্ড নিয়ে বিতর্কে জড়িয়ে পরেছে। এছাড়া দলীয় কর্মসূচিতে প্রায় সময়ই সংঘর্ষে জড়িয়ে পরেছে। সংঘর্ষের কারণে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলন পন্ড হয়ে যায়। এরপর থেকেই জেলা বিএনপির সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের মাঝে। দাবি উঠেছে জেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙে দেয়ারও। সম্প্রতি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল নানা বিতর্কে জড়িয়ে পরেছে। সর্বশেষ বঙ্গবন্ধুর মাজারে গিয়ে নতুন বির্তকের জন্ম দিয়েছেন। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার সত্যতাও পেয়েছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯