আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | রাত ১:২৯

মাঠে নামছে মনোনয়ন প্রত্যাশীরা

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২২ | ৯:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩৪ ইউনিটে ধারাবাহিক কর্মসূচী, মাঠে থাকবে তৃণমূল। কেন্দ্র ঘোষিত নিয়মিত কর্মসূচী পালনে মাঠে নামছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরাও। জেলার ৩৩৪টি ইউনিটে ধারাবাহিক কর্মসূচী পালনে রাজপথে তৃণমূলকে সংগঠিত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন নেতারা। জানা যায়, আগামী ২২ আগস্ট থেকে নারায়গঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করেছে কেন্দ্র। সেই কর্মসূচী পালনে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের সমন্বয় করে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। কেন্দ্রীয় সুত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কর্মসূচী পর্যবেক্ষন ও বাস্তবায়নে কমিটির টিম লিডার করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে। এতে প্রধান সমন্বয়কারী হলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে সভা করবে কেন্দ্র। সেখানে কিভাবে কর্মসূচী পালিত হবে এবং এতে কারা কারা উপস্থিত থাকবেন সেটি নিয়ে আলোচনা হবে। পরে সেই বার্তা নিয়ে আজ শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার একটি রেস্টুরেন্টে জেলা বিএনপির অধীনে থাকা ১০ টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাদের নিয়ে যৌথ সভা আহবান করা হয়েছে। কর্মসূচী বাস্তবায়নের রোডম্যাপ প্রনয়নের জন্য এ সভা বলে জানা গেছে। সুত্রমরে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে ৫ পৌরসভায় ৪৫ টি ওয়ার্ড, সোনারগাঁও উপজেলায় ১০টি ইউনিয়নে ৯০ টি ওয়ার্ড, আড়াইহাজার উপজেলার ৮ টি ইউনিয়নে ৭২টি ওয়ার্ড, রূপগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৭২ টি ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড, ফতুল্লা উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে কর্মসূচী পালিত হবে। প্রতিটি কর্মসূচীতে জেলা, থানা পর্যায়ের শীর্ষ নেতারা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এসব কর্মসূচীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচনী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সম্পৃক্ত থাকতে দলীয় কঠোর নির্দেশনা রয়েছে। জানা যায়, এসব কর্মসূচী মূলত দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে। এসব কর্মসূচীতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সরকারের দুঃশাসনের বার্তা পৌছে দিতে চান বিএনপি। এজন্য কর্মসূচীর উপর গুরুত্ব দেয়া হচ্ছে। এদিকে জেলা এতগুলো কর্মসূচী পালন করতে কর্মসূচী নিয়ে মাথাব্যাথা নেই মহানগর বিএনপির। দলীয় এসব কর্মসূচীকে বোঝা মনে করছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। জানা যায়, মহানগর বিএনপির অধীনে রয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড, বন্দর থানার ৫টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ড ও সদর উপজেলার ২টি ইউনিয়নের ১৮টি ওয়ার্ড। এসব ওয়ার্ডে কর্মসূচী পালনে অনাগ্রহী দেখা গেছে নেতাদের। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, কর্মসূচী পালিত হবে, আমরা করবো। দেশ রক্ষায় সকল আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ভূমিকা রেখেছিল এবারো স্বৈরাচার মুক্ত করতে আন্দোলনে আমরা থাকবে অগ্রগামী।মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, কর্মসূচী পালন হবে আলোচনা সাপেক্ষে। দেখা যাক কেন্দ্র কি বলে। প্রতিটি ইউনিয়নে একটি ও নাসিকের ১৭টি ওয়ার্ডে একটি করে কর্মসূচী পালিত হতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা