আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৭:১৬

যে কারনে আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্থ হচ্ছে

ডান্ডিবার্তা | ২৩ আগস্ট, ২০২২ | ১০:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশের নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, আমাদের চিটাগাং পোর্ট অথরিটি সরাসরি ইউরোপে জাহাজ পাঠাতে সক্ষম হয়েছে। যার জন্য বাংলাদেশের আদানি-রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। এটা কন্টিনিউ করা গেলে আমাদের রপ্তানির গতিবেগ বাড়বে। এক্ষেত্রে আমাদের রপ্তানি করতে ১৫-২০ দিন সেভ হচ্ছে। বিশ্ব বাজারের মন্দার একটি প্রতিফলন কিন্তু আমাদের দেশে ঘটছে। আমরা কিন্তু প্রচুর পরিমানে অর্ডার পেয়েছি। তবে নতুন চ্যালেঞ্জ হচ্ছে, এখন অর্ডার আসছে কম; আর যে অর্ডার গুলো আগের ছিলো সেটির ডেট পিছিয়ে দেয়া হয়েছে। গত রোববার গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাতেম এসব কথা বলেন। মোহাম্মদ হাতেম বলেন, বিদ্যুৎ এর কারনে আমাদের খুব একটা বেশি সমস্যা হচ্ছে না, আমরা সেগুলো ম্যানেজ করে নিচ্ছি। আমরা যে সংকটে রয়েছি সেটা হলো গ্যাস। পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন আগামী দুই মাসে এই সমস্যা আর হবে না। বিশেষ করে নিট সেক্টরে কিন্তু গ্যাসের কোন বিকল্প নেই। যার জন্য ডাইং ইউনিটে আমাদের বিশাল ক্ষতি হচ্ছে। এনবি আর ও কাস্টমস এর পলিসিগত দৈন্যতার কারনে আমদের আমদানি-রপ্তানি বিশাল ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এখানে সরকার বা জাতিয় রাজস্বর কিন্তু কোন ভাবে উপকার হচ্ছে না। তিনি আরও বলেন, নিট ক্ষেত্রে কিন্তু বর্তমানে অনেক নতুন উদ্যোক্তা হয়েছে। আমরা বিকেএমইএ-বিজিএমইএ যেভাবে তাদের সাহায্য করি, সরকার ও কাস্টমস এরও একই ভাবে সহযোগিতা করা উচিত। বাংলাদেশ আজকে রপ্তানির যে পর্যায়ে এসেছে সে ক্ষেত্রে কিন্তু কাস্টমস, এনবি আর ও সরকার বিশেষ ভুমিকা রেখেছে। তবে এই মুহুর্তে যদি আমদানি-রপ্তানির বাধা খুজতে যান তাহলে দেখা যাবে সেটি হচ্ছে কাস্টমস। প্রতিনিয়তই আমাদের নানান সমস্যার মুখে পরতে হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা