আবদুর রহিম
নারায়ণগঞ্জের রাজনীতিতে কদর বাড়ছে বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের। আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। উভয় দলে নেতরা গিয়াস উদ্দিনকে নিয়ে চিন্তিত। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ এবং বিএনপির একাধিক নেতা তৎপর হয়ে উঠেছে। বিএনপির মনোনয়ন পেতে একাধিক নেতা পর্দার আড়ালে থেকে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ থেকে সাংসদ শামীম ওসমান এবং শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ নানামুখী তৎপরতা শুরু করেছেন। যদিও গুঞ্জন চলছে শামীম ওসমান এবারের নির্বাচনে অংশ নিবেন না। তবে পরিবার থেকে কেউ মনোনয়ন চাইবেন। কিন্তু তারপরও গিয়াস উদ্দিনকে সবাই সমীহ করতে শুরু করেছেন। এছাড়া বিএনপিতে যখন নেতৃত্বের সংকট, দলে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে, তখন এই নেতার প্রয়োজনীয়তা অনুভব করছেন দলের তৃনমূলের নেতাকর্মীরা। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক এমপি গিয়াস উদ্দিন একজন প্রাজ্ঞ, বিজ্ঞ রাজনীতিক হিসেবে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত। শুধু দলেই নয়, জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারাও বিএনপির এই নেতাকে বেশ সমীহ করেন। রাজনীতিতে অত্যন্ত দক্ষ হওয়ায় বার বার আলোচনায় উঠে আসেন গিয়াস উদ্দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি চমক দেখাতে পারেন। গুঞ্জন চলছে আওয়ামীলীগের টিকেটে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেয়ার। এছাড়া বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব সংকট দেখা দেয়ায় বিএনপি হাই কমান্ড গিয়াস উদ্দিনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। তাকে জেলা বিএনপির কান্ডারী করতে চাচ্ছেন। জেলা বিএনপি থেকে এড. তৈমুর আলম খন্দকারকে আহবায়কের পদ থেকে সরিয়ে দেয়ার পর থেকে জেলা বিএনপিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যোগ্য নেতৃত্বের সংকট থেকেই মূলতঃ বিএনপির শৃঙ্খলা ভেঙে পরেছে এমন দাবি বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের।এড.তৈমুর আলম খন্দকারের পর যরা দলের নেতৃত্বে আসছে এসব নেতারা নানা বিতর্কীত কর্মকান্ডে জড়িয়ে পরেছে। বর্তমান নেতৃত্বকে দলের নেতাকর্মীদের বিরাট একটি অংশ মেনে নিতে পারছেন না। ফলে দিনে দিনে জেলা বিএনপিতে বিশৃঙ্খলা বেড়েই চলছে। এরফলে দলের প্রবীণ নেতাদের সাথে নবীন নেতাদের মধ্যে দ্বন্দ্ব এবং দূরত্ব বৃদ্ধি পেয়েছে। দলের ভেতরে নানামুখী দ্বন্দ্ব দেখা দিয়েছে।কোন্দল, উপকোন্দলের কারণে নেতাকর্মীরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ভাবে রাজনীতি করছেন। অনেকে বিতর্ক এড়াতে রাজনীতি থেকে নিজেকে ঘুটিয়ে নিয়েছেন। দলের ভেতরের এমন অবস্থার কথা দলে নীতিনির্ধারণী ফোরাম অবগত হওয়ার পর জেলা বিএনপির নতুন কান্ডারী খুঁজতে শুরু করেছেন। তবে এ তালিকায় সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের নাম উঠে এসেছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯