ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন দিন দিন উত্তাল হতে শুরু করেছে। প্রতিদিন কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বাম জোট হরতাল করে। যদিও বাম জোটের হরতালের প্রভাব নারায়ণগঞ্জে পড়েনি। সবকিছু স্বাভাবিক ছিল। রাস্তায় প্রচুর পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকায় শহরে কোন প্রকার নাশকতার ঘটনা ঘটেনি। বামজোট বিচ্ছিন্ন ভাবে রাস্তায় টায়ার জ্বালালেও পুলিশ তা নিভিয়ে ফেলে। এদিকে বিএনপি আড়াইহাজারে বিশাল সমাবেশ করে। সারাদেশসহ নারায়ণগঞ্জেও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল। আর এ প্রতিবাদকে আওয়ামীলীগ নেতারা ষড়যন্ত্র আখ্যাদিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। এদিকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেন, বর্তমান দেশের পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল নয় সকলকে এর প্রতিবাদ করা উচিৎ। আওয়ামীলীগ নেতাদেরও এর প্রতিবাদ করা উচিৎ। কারণ এর প্রভাব সকলের উপরে পড়ছে। অনেক তৃনমূল আওয়ামীলীগার রয়েছে যারাও আজকে দেশের পরিস্থিতির শিকার হচ্ছেন। তবে অনেক স্থানে দেখা যায় আওয়ামীলীগের অনেক নেতা নিশ্চুপ। তাদের নিরবতাই সরকারের বিপক্ষে প্রতিবাদ মনে করছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, যারা বলেছিলেন, বিএনপি শেষ। আপনারা দেখে যান, বিএনপি আছে কিনা। বিএনপি মানে আগামীর বাংলাদেশ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও জেগে উঠেছে। এদেশের সাধারন মানুষ আজ রাজপথে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকার এখন পালানোর পথ খুঁজছে। সরকার পতনের আন্দোলন আড়াইহাজার থেকেই শুরু হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছে এদেশের জনগণ। নজরুল ইসলাম আজাদ আরও বলেন, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি। রাতের অন্ধকারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছেন। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। দেশে চরম দুর্যোগ চলছে। সরকারের হাতে কোন কিছুর নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষ চাহিদামতো খেতে পারছে না। সরকারের এমপি-মন্ত্রীদের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারনেই এদেশের পরিস্থিতি। তাঁরা দুর্নীতি ও লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের পকেট কেটে যে টাকা নিয়ে আপনারা এ সকল করেছেন এর প্রত্যেকটির হিসাব আপনাদেরকে জনগণের কাছে দিতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফজিুল ইসলাম বলেছেন, আমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছি, এটা শুধু আমাদের বাম নেতাদের দাবি নয়। যারা সরকারি দলের সমর্থন আছেন, যারা বিরোধী দলের সমর্থন আছেন, সবাই বাজার থেকে কিনে খেতে হয়। কারণ এটাতে আমরা সকলেই ভুক্তভোগী। হাফজিুল ইসলাম বলেন, যদিও আপনাদের মন্ত্রী এমপিদের বাজারে যেতে হয় না। আমাদের কাছে খতিয়ান আছে, আমরা জানি কোন মন্ত্রী এমপিদের বাড়িতে বাজার পৌঁছে দেয়। দ্রব্যমূল্য বৃদ্ধি হলে তাদের কিছু আসে যায় না। তাদের ছেলে মেয়েদের আমাদের বাংলাদেশের স্কুলে পড়াশোনা করতে হয়না। আমাদের দেশে যখন খাদ্য সংকট দেখা দেয়, তখন তারা সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে কম দামে ক্রয় করে বেশী দামে জণগনের কাছে বিক্রি করে। এধরনের বক্তব্য আসছে বিরোধী দলের পক্ষ থেকে। এদিকে দেশের এ অবস্থার জন্য বিএনপিসহ মাব দলগুলি সরকারের কড়া সামালোচনা করেই চলছে। ইতিমধ্যে তাদের আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে। তারা সাধারণ মানুষের ব্যাপক সারাও পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার আড়াইহাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। প্রতিবাদ সমাবেশটি জনসভায় রূপ নেয়। তবে আওয়ামীলীগ নেতাদের দাবি দেশের বর্তমান অবস্থার জন্য বিশ্বমন্দা দায়ি। তবে এ অবস্থা বেশীদিন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাময়িক অসুবিধা দেশের স্বার্থে মেনে নিতেই হবে। বিএনপিকে উদ্দেশ্য করে কায়সার হাসনাত বলেন, বাংলাদেশের মানুষ বুজে গিয়েছে জামায়াত-বিএনপির রাজনীতি ধ্বংশাতক রাজনীতি। আগুন জালাও পোড়াইয়ের রাজনীতি। জনগনকে নিয়ে কোনো সময় তাদের রাজনীতি করার ইচ্ছা কোনোদিনও ছিলো না এখনও নেই। এবার জালাও পোড়াও রাজনীতি জনগন মেনে নিবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত সরকার বতর্মান পরিস্থিতি দ্রুত সামাল দিতে ব্যর্থ হলে এর প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে। এ জন্য সরকারকে দেশের পরিস্থিতি পরিবর্তমেনর জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯