আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | সকাল ১০:০২

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জেগে উঠেছে: আজাদ

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২২ | ৪:০০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সমাবেশে যোগদান করেছেন। আজকের এই বিক্ষোভ মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রমান করেছে আড়াইহাজারের মাটি বিএনপি’র ঘাঁটি। যারা বলেছিলেন, বিএনপি শেষ। আপনারা দেখে যান, বিএনপি আছে কিনা। বিএনপি মানে আগামীর বাংলাদেশ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও জেগে উঠেছে। এদেশের সাধারন মানুষ আজ রাজপথে নেমে এসেছে। আওয়ামীলীগ সরকার এখন পালানোর পথ খুঁজছে। সরকার পতনের আন্দোলন আড়াইহাজার থেকেই শুরু হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় এদেশের জনগণ। জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ছাত্রদলনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে এ কর্মসূচির আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বাজারে ঢাকা- সিলেট মহাসড়ক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। নজরুল ইসলাম আজাদ আরও বলেন, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি। রাতের অন্ধকারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছেন । সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। দেশে চরম দুর্যোগ চলছে। সরকারের হাতে কোন কিছুর নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষ চাহিদামতো খেতে পারছে না। সরকারের এমপি- মন্ত্রীদের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারনেই এদেশের পরিস্থিতি। তাঁরা দুর্নীতি ও লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের পকেট কেটে যে টাকা নিয়ে আপনারা এ সকল করেছেন এর প্রত্যেকটির হিসাব আপনাদেরকে জনগণের কাছে দিতে হবে। আড়াইহাজার উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে আড়াইহাজার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। ফলে পাঁচরুখী এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কের পাশেই আড়াইহাজার বিএনপির সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পাঁচরুখী বাজারে গিয়ে সমাপ্ত হয়। জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ছাত্রদলনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে এ কর্মসূচির পালন করেন আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বিশেষ বক্তা সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু। এদিকে আড়াইহাজার উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশকে সফর করার লক্ষ্যে দুপুর থেকেই আড়াইহাজার উপজেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে। হাতে হাতে বেগম জিয়ার মুক্তির দাবিতে পোস্টার, ব্যানার ও ফেস্টুন। খন্ড খন্ড মিছিল নিয়ে বজ্রকণ্ঠে স্লোগান তুলে আড়াইহাজার উপজেলার বিভিন্ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা নির্ধারিত বেলা তিনটার আগেই মিছিলে মিছিলে সমাবেশ জনসমুদ্রে রুপ নেয়। নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখর করে তুলে গোটা এলাকা। সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের কণ্ঠে উচ্চারিত হয় ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’। পরে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে ও জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ছাত্রদলনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকা- সিলেট মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, এড. মাহফুজুর রহমান হুমায়ূন সদস্য মোশাররফ হোসেন, মাশুকুল ইসলাম রাজিব, মোশাররফ হোসেন, আশরাফুল আলম রিপন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া। এসময়ে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, সহ- সভাপতি বেদন খন্দকার, এড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া,শফি উদ্দিন শফু ভূঁইয়া, মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, আজহারুল ইসলাম লাভলু, এড. কামাল হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন,সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান,  কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডা. মনির হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গনি, সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, উঠিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান, খানকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া, বিশন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দীন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, যুবদল নেতা রুহুল আমিন মোল্লা, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা