আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | সকাল ৮:৪৬

না’গঞ্জ বিএনপির গর্জন

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২২ | ৬:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট উত্তপ্ত নারায়ণগঞ্জে রাজনীতি। আওয়ামীলীগ ও বিএনপি পাল্টাপাল্টি সভা সমাবেশ করে যাচ্ছে। আর আওয়ামীলীগও বিএনপিকে প্রতিহত করতে মাঠে নেমেছে। গতকাল সোমবার রূপগঞ্জে বিএনপির নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে আওয়ামীলীগের বিরুদ্ধে। শামীম ওসমানও জনসভা করে বিএনপিকে খেলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সব মিলিয়ে এখর রাজনীতির মাঠ খুব উত্তাল। এদিকে বিএনপি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। প্রতিদিন সমাবেশ করে যাচ্ছে। রূপগঞ্জের বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলার বিষয়ে কঠোর সমালোচনা করেছে নারায়ণগঞ্জ বিএনপি। তারা গর্জন দিয়ে বলেছে এ সরকারের পেটোয়া বাহিনী দিয়ে জনগণকে দমিয়ে রাখতে চায়। সরকারের দুর্নীতির প্রতিবাদ করলেই তার পেটোয়া বাহিনী দিয়ে দমনপিড়ন চালায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একজন মন্ত্রী ও তার ছেলের নির্দেশে উপজেলা আওয়ামীলীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উন্মাদের মত আচরণ করছে। তারা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে হামলা করে চলেছেন আমাদের নেতাকর্মীদের বাসাবাড়ি ও অফিসে। এদিকে হাতে অস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দিয়ে এসব হামলা করলেও কোন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেনা পুলিশ। তারা নীরব হয়ে দেখছে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর মত আবারো আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ এদেশের ভিন্ন মতের মানুষের উপর নির্যাতন করছে। আমাদের কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ কাঞ্চন পৌরসভা এলাকায় আজ কর্মসূচী ছিল। আমরা এ কর্মসূচীর ব্যাপারে প্রশাসনকেও অবহিত করেছি। আমাদের কর্মসূচী হবার কথা বিকেল ৩ টায় অথচ সকাল থেকেই কর্মসূচীতে বাধভাঙ্গা মানুষের ঢল রুখতে ও কর্মসূচী বানচাল করতে রূপগঞ্জের স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ রূপগঞ্জে আওয়ামীলীগের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে পাপ্পা গাজীর নির্দেশে তাদের পেটোয়া বাহিনী নিয়ে এ হামলা চালায় ও মহড়া অব্যাহত রেখেছে। আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা ও ভীতি সৃষ্টি করছে তারা। তিনি জানান, হামলা চালিয়ে ইতোমধ্যে আমাদের কাঞ্চন পৌরসভা বিএনপির আহবায়ক মজিবুর চেয়ারম্যানের বাড়িঘর ভাংচুর করেছে তারা। হামলা চালানো হয়েছে বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র বাদশার বাড়িতে। আমাদের পৌরসভার ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পৌরসভা যুবদলের সভাপতি মফিকুল খানের কাউন্সিলর কার্যালয়ে ভাংচুর চালায় তারা। পৌরসভা যুবদলের সদস্য সচিব কহিনুরের স্যানিটারি দোকানে হামলা চালিয়ে সেটি বন্ধ করে দেয়া হয়েছে। কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মিয়ার জুতার দোকানসহ দুটি দোকান বন্ধ করে দেয়া হয়েছে এবং বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করে দেয় হামলাকারীরা। হামলায় আমাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সকাল থেকে এভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে ভয়ভীতি তৈরী করে রেখেছে তারা। আমরা ইতোমধ্যে প্রশাসনকে অবহিত করেছি এখনো তারা কোন ব্যবস্থা নেয়নি। সেখানে আমাদের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশকে ঘিরে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। তিনি আরো বলেছেন, দেশে সব চোররা এখন মুজিব কোট গায়ে দেয়। সব লুটেরারা সিন্ডিকেটওয়ালারা মুজিব কোট গায়ে দেয়। দেশের সকল অবৈধ এমপিরা মুজিব কোট গায়ে দেয়। তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম। অনেকে রাজনৈতিক বক্তব্য দিয়েছে। আমি সেভাবে বলব না। এদেশে চোর বাটপার টাকা লুন্ঠনকারী, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা পাচার করে যারা এদেশ থেকে নিয়ে গেছে তারা এবং জুয়াড়ি ক্যাসিনো সিন্ডিকেট এদের সকলের এক কাজ না। তারা সকলে ভিন্ন কাজ করে। কেউ তেল চুরি করে কেউ টাকা চুরি করে। এরা ভিন্ন ভিন্ন পেশার লোক। তবে তাদের সকলের এক জায়গায় খুব মিল রয়েছে। তারা সবাই মুজিব কোট গায়ে দেয়। মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন বলেন, দিন দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে এতেই বুঝা যায় এই সরকার জনগনের সাথে নেই। ৭৪ সালে যেভাবে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়ে ছিলো, বর্তমান আমি সেই অবস্থার প্রতিছবি দেখতে পাচ্ছি। এই অবৈধসরকার দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশে ৭১ এর মত আবারো যুদ্ধ প্রয়োজন। এই যুদ্ধহবে দুর্নীতিবাজ, ভোটাধিকার হরন, মানুষের মৌলিক অধিকার হরন কারীদের বিরুদ্ধে। এবারো তাদের বোরখা পরে পালাতে হবে। এসময়ে তিনি আরও বলেন, একজন সাংসদ শুধু বলে খেলা হবে তাদের দুই ভাই বোনের রাজনীতির কারনে নারায়ণগঞ্জবাসী উন্নয়ণ থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে সভা সমাবেশ চলছে নারায়ণগঞ্জে। তাই বর্তমানে নারায়ণগঞ্জে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা