আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | দুপুর ১:২০

আইনজীবী সমিতিকে কুক্ষিগত করে রাখা হয়েছে: সাখাওয়াত

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জের আইনজীবী সমিতিকে একটি পরিবার কুক্ষিগত করে রেখেছে। কোনো দলের না বরং একটি পরিবারের কুক্ষিগত এই আইনজীবী সমিতি। এখানে সাধারণ আইনজীবীদের কোনো অধিকার নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় জেলা আাইনজীবী সমিতি নির্বাচনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ আইনজীবী সমিতি ব্যক্তির স্বার্থে ব্যবহার হয়, আইনজীবীদের স্বার্থে ব্যবহার হয়না। আইনজীবী সমিতির নির্বাচন গত ৫ বছর যাবত কলুষিত করে ফেলা হয়েছে। গত কয়েকটি নির্বাচনে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তা সম্পূর্ন পারিবারিক ও দলীয় নির্বাচন কমিশন ছিলো। পিপি জিপি আর উপজেলা চেয়ারম্যানদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে আইনজীবীদের অধিকার হরণ করা হয়েছে।আমরা আর এ ধরনের বিতর্কিত নির্বাচন কমিশন মানবো না। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আইনজীবীরা আজ সোচ্চার। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবাই আজ ঐক্যবদ্ধ। আগামী ৯ জানুয়ারি যে এজিএম হবে সেখানে সকলের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। তা নাহলে আপনারা জোর করে নির্বাচন করতে পারবেন কিন্তু তাতে সাধারণ আইনজীবীদের অংশগ্রহন থাকবে না। বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নেবোনা। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ—সভাপতি আজিজুল হক হান্টু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. মশিউর রহমান শাহিন, এড. রকিবুল ইসলাম শিমুল, এড. রেজা, এড. আলম খান, এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, এড. জাহিদ হাসান মুক্তা, এড. কাওসার আলম চৌধুরী টুটুল, এডভোকেট সামসুল আরেফিন টুটুল, এড. মোশাররফ হোসেন, এড. এড. রোকনউদ্দিন, এড. কামাল হোসেন মোল্লা, এড. নজরুল ইসলাম মাসুম, এডভোকেট নুরুল আমিন মাসুম, এড. সীমা সিদ্দিকী, এড. আসমা হেলেন বিথি, এড. লিজা, এড. রাসেল প্রধান, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম, এড. কেএম সুমন, এড. আবুল কালাম আজাদ, এড. সারোয়ার জাহান, এড. নুর বাঁধন,এড. আবু রায়হান প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা