ডান্ডিবার্তা রিপোর্ট অবশেষে দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ জাতীয়পার্টির দলীয় কার্যালয়ে বাতি জ্বলেছে। গতকাল শুক্রবার বিকালে বন্দরের নবীগঞ্জে দলীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নতুন করে বাতি জ্বলেছে। ২০১৪ সালের ৩০ মে সদর-বন্দর আসনের সাবেক সাংসদ নাসিম ওসমান মৃত্যুবরণ করার পরে নারায়ণগঞ্জ জাতীয়পার্টির দলীয় কার্যালয় বন্ধ হয়ে যায়। দলটি দীর্ঘ ৮ বছরে আর কার্যালয় করতে পারেনি। এতে করে দলীয় নেতাকর্মীরা দল গুছাতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলেন, দলীয় কার্যালয় না থাকলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা যায় না। সেই সাথে দলীয় কর্মসূচিগুলি পালনে ব্যাক পেতে হয়। নারায়ণগঞ্জ জাতীয়পার্টির কর্ণদার নাসিম ওসমান যেভাবে জাতীয়পার্টিকে সংগঠিত করেছিলেন তিনি মারা যাওয়ার পর নারায়ণগঞ্জ জাতীয়পার্টি প্রায় ছন্নছাড়া অবস্থায় পড়ে যায়। তবে দীর্ঘ ৮টি বছর অপেক্ষা করার পর সদর-বন্দর আসনের বর্তমান সাংসদ সেলিম ওসমান গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়পার্টির কার্যালয় উদ্বোধন হলো। নেতাকর্মীরা জানান দীর্ঘ অপেক্ষার পর জাতীয়পার্টির কার্যালয় যখন হয়েছে এখন নারায়ণগঞ্জে জাতীয়পার্টির নিজস্ব গতিতে ঘুরে দাঁড়াতে পারবে। এতে করে নেতাকর্মীরা আনন্দিত। নারায়ণগঞ্জ জাতীয়পার্টির প্রধান কার্যালয় উদ্বোধনকালে সাংসদ সেলিম ওসমান বলেন, এই এলাকার সাধারণ মানুষ অনেকই আজকে আমার জন্য দোয়া করতে এসেছেন। আমার অনেকদিনে ইচ্ছে ছিলো যে, একটি জাতীয় পার্টির অফিস এখানে হবে। এজন্য আমি আফজালকে ধন্যবাদ জানাই। তার এলাকায় প্রথম জাতীয় পার্টির অফিস করতে পারলো। এটিকে উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরও বলেন, আমি ভাবতে পারিনি আজকে এখানে এতো মানুষের জন সমাগম হবে। আমি ভেবেছিলাম আসবো, ফিতে কেটে উদ্বোধন করবো আর চলে যাবো। কিন্তু এখন দেখে মনে হচ্ছে এটা কোন উদ্বোধনি অনুষ্ঠান না, এট জনসমাবেশ। মানুষ জাতীয়পার্টিকে ভালবাসে। আমি কার্যালয়ে এসে বসব। তখন মানুষ এসে তাদের সমস্যাগুলি বলতে পারবেন। সেলিম ওসমান আরো বলেন, আমাদের রাজনীতির মধ্যে কোন হিংসাত্বক কিছু ছিলো না। এর নামই হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি শুধু মানুষের উন্নতি করতে জানে। আগামীতে বড় করে জনসমাবেশ করবো, আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। তিনি বলেন, অন্য জায়গায় হয়ে যায়, বন্দরে হয় না। কারণ আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি না। আমার অনুরোধ, বন্দরের উন্নয়নে এক সাথে কাজ করুন। যে যেই দলই করেন না কেন, একত্রিত হয়ে বসেন। ২০২৩ এ আমরা ইনশাআল্লাহ অনেকটা এগিয়ে যাবো। বন্দরে যাতে কোন ইটের রাস্তা যাতে না থাকে, সব কংক্রিটের হয়ে যায়; আপনারা দোয়া করবেন, আমরা পরিশ্রম করবো। নবীগঞ্জে জাতীয়পার্টির কার্যালয় হওয়ায় জাপা নেতা বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ বলেন, আমরা গর্বিত। আমাদের দলীয় কার্যালয় হয়েছে। আমরা এ কার্যালয় থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারব। আমাদের নেতাকর্মীদের বসার স্থান হয়েছে। কার্যালয় হওয়াতে জেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা এসে তাদের দীর্ঘ দিনের দুরত্ব ঘুছাতে পারবে। কার্যালয় হওয়ার ফলে নারায়ণগঞ্জ জাতীয়পার্টির আগের চেয়ে অনেক চাঙ্গা হয়ে উঠবে। আগামীতে জাতীয়পার্টি নারায়ণগঞ্জের উন্নয়নে আরো বেশী ভ’মিকা রাখতে পারবো। এখন থেকে জাতীয়পার্টি নারায়ণগঞ্জে একটি আর্দশিক রাজনৈতিক দল হিসাবে নিজেদের প্রমাণ করতে পারবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯