আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | বিকাল ৫:২৮

অস্ত্রধারী সন্ত্রাসীর চেয়ে মাদক ব্যবসায়ী ভয়ংকর

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৩ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন,বর্তমান সমাজে অস্ত্রধারী সন্ত্রাসীর চেয়ে অধিকতর ভয়ংকর হচ্ছে একজন মাদক ব্যবসায়ী। একজন অস্ত্রধারী সন্ত্রাসীর মাধ্যমে একজন আক্রান্ত হয় আর একজন মাদক ব্যবসায়ীর মাধ্যমে সমাজের বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই আসুন সকলে সম্মিলিতভাবে সমাজ থেকে মাদক রোধে সোচ্চার হই। ফরএভার ফতুল্লা ৯৮ ব্যাচ এর উদ্দ্যেগে দুস্থদের মাঝে কম্বল বিতরনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় মোল্লা মার্কেটে অবস্থিত নিজস্ব অফিসে এ কম্বল বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ফরএভার ফতুল্লা ৯৮ ব্যাচ এর সভাপতি শেখ মেহেদী হাসান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য আলহাজ মো.মোবারক হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোসা.উম্মে তাহেরা আখিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মীর সোহেল আলী আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা সর্বসময় সাধারন মানুষের পাশে দাড়িয়েছি এবং ভবিষ্যতেও দাড়াবো। আমাদের নেতা সাংসদ শামীম ওসমান আমাদেরকে শিখিয়েছেন রাজনীতি মানে দেশের সাধারন মানুষের পাশে থেকে তাদেও সুখে-দুঃখে অংশীদার হওয়া। তাই আমরা সকল সময়েই সাধারন মানুষকে সেবা করে থাকি। ফরএভার ফতুল্লা ৯৮ ব্যাচ এর প্রসঙ্গে তিনি বলেন,আমি সংগঠনের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলবো, দেশে বর্তমানে শৈত্যপ্রবাহের ফলে সাধারন মানুষ অনেক কষ্ট করছে শীতে। তোমরা পাশে দাড়িয়ে তাদেরকে যে সহযোগিতা করেছো তা মনে রাখার বিষয়। শুধু তোমরা নও সমাজের প্রতিটি মানুষেরই উচিত এ সময়ে দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদেরকে সহযোগিতা করার। কম্বল বিতরন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মো.কামরুল ইসলাম, মো.সিরাজুল ইসলাম, সৈয়দ হামিদ, মো.মোস্তাহিদ, শহীদুল ইসলাম মুন্সি, ফিরোজ সুরেশ^রী, মো.কাউসার, মো.সুমন, মো.মাসুদ, মো.সাইদুল, মো.ফিরোজ-২, মো.সাঈদ ও মো.মহসিন। প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা