ডান্ডিবার্তা রিপোর্ট বছরের সবচেয়ে আলোচিত ঘটনার একটি পুলিশের ধাওয়ায় যুবক নিহতের বিষয়টি। আসামি নিয়ে ধূম্রজাল। এ ঘটনায় এস আই রওশন ফেরদৌসকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পরিস্থিতি সামাল দেন ওসি দীপক চন্দ্র সাহা। নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের প্রতিবেদন ও নিহতের মায়ের জিডি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টায় নিলয় আহমেদ ওরফে বাবু নামে ওই যুবক প্রতিবেশীদের ধাওয়ায় ডোবায় পড়ে ডুবে যায়। কিন্তু নিহতের মা জিডিতে উল্লেখ করেছেন তার ছেলে ১ মে রাত সাড়ে ১০টায় বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়। এদিকে ওই যুবকের লাশ উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েছিল। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে ডোবায় ঝাঁপ দেয় ওই যুবক। ৪দিন পর তার লাশ ভেসে ওঠে। এ সময় নিহতের মা লিলি বেগম, বোন ও খালাতো ভাই ইমন এবং প্রতিবেশীরা প্রকাশ্যে চিৎকার করে বলতে থাকেন পুলিশ বাবুকে মেরে ফেলেছে। পুলিশের ভয়ে সে ডোবায় ঝাঁপিয়ে পড়ে ডুবে যায়। আমরা পুলিশ কর্মকর্তা এসআই রওশন ফেরদৌসের বিচার চাই। তিনিই এ হত্যার জন্য দায়ী। তখন পরিস্থিতি সামাল দিতে দ্রুত অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রওশন ফেরদৌসেকে ক্লোজ (প্রত্যাহার) করা হয়। কিন্তু মজার বিষয় হলো রহস্যজনকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে বাদ দিয়ে নিহতের মা লিলি বেগমকে দিয়ে পুলিশ বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করায়। ওই মামলায় ১ নম্বর আসামি করা হয়, সদর ও বন্দর আসনের সাবেক এমপি’র ছেলে ও মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশাকে। এই ঘটনায় চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। অন্যদিকে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। লাশ উদ্ধারের সময় নিহতের খালাতো ভাই ইমন আহাম্মেদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমার ভাইকে পুলিশ কর্মকর্তা ফেরদৌস মাইরালাইছে শুধু শুধু হয়রানি কইরা। এক মহিলার কাছ থেকে টাকা খাইয়া পানিতে ফালাইয়া ঢিল্লা দিয়া মরছে। আমি এর বিচার চাই। নিহতের মা লিলি বেগম বলেছেন, আমার ছেলেকে না পেয়ে থানায় জিডি করেছি। ওই মহিলা (হাসিনা বেগম) মিথ্যা অভিযোগ দিয়ে দারোগা ফেরদৌসকে দিয়ে আমার ছেলেকে লাশ বানিয়েছে। আমি এর বিচার চাই। তিনি আরও বলেন, দারোগায় কয়, বাবু মইরা গেলোগা সবাই বাঁচলেন। আর যদি বাবু বাঁইচ্চা যায়গা বাবু তিন মাস পর আসবো তার মার বুকে। লিলি বেগম ও ইমনের এমন বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু লাশ উদ্ধারের কয়েকঘণ্টা পর তার বক্তব্য পাল্টে যায়। মামলায় পুলিশের ধাওয়ার বিষয়টি উল্লেখ না করা প্রসঙ্গে লিলি বেগম বলেন, ধাওয়া পুলিশ দিয়েছিল বলে শুনেছিলাম। পরে শুনলাম কাউন্সিলরের লোকজন ধাওয়া দিয়া পানিতে নামাইছে। তাই তাদের বিরুদ্ধে মামলা দিছি। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার রাত সাড়ে ১০টার দিকে ইজিবাইকে একদল পুলিশ আসে। তাদের মধ্যে সাদা পোশাকে ছিলেন এসআই ফেরদৌস। তার কোমরে পিস্তল ও হাতকড়া ছিল। বাকি দু’জন পুলিশ সদস্য পোশাক পরা ছিলেন এবং হাতে ছিল রাইফেল। তাদের সঙ্গে হাসিনা বেগম নামে ওই নারীও ছিলেন। পুলিশ এসেই জনৈক সাইদুলের টিন শেডের ভাড়া বাড়ির ভেতরে প্রবেশ করেন। সেখানেই অবস্থান করছিল নিলয়। পুলিশের ধাওয়ায় পাশের পরিত্যক্ত ডোবায় ঝাঁপ দেয় নিলয়। তাকে ওপরে তোলার জন্য ডোবায় ঢিল ছোড়েন এসআই রওশন ফেরদৌস ও স্থানীয় কয়েকজন। তবে নিলয়কে আর উপরে উঠতে দেখা যায়নি। ততক্ষণে এলাকায় মানুষজনের ভিড় জমে যায়। তাদের ধমক দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন এসআই ফেরদৌস। বাগবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি আক্তার হোসেন বলেন, পুলিশের ধাওয়াতেই ডোবায় ঝাঁপিয়ে পড়ে বাবু। পরে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়েছিল। পুলিশকে নিয়ে এসেছিল হাসিনা। তার কাছ থেকে বাবু টাকা খেয়েছিল বলে শুনেছি, সেটা নিয়ে থানায় অভিযোগ দিছিল সে। নিহতের মা লিলি বেগম ২ মে বন্দর থানায় একটি জিডি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ১ মে অনুমান রাত ১০টায় বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে তার ছেলে বাবু বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে ফিরে আসেনি। সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করতে আসলাম। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজন আলোচনা করতে গিয়ে জিডি করতে বিলম্ব হলো। জিডি নং-৭৯। তবে জিডিতে তিনি তার ছেলে নিখোঁজ হওয়ার জন্য কাউকে দায়ী করেননি। নিহতের মা লিলি বেগম মামলায় উল্লেখ করেন, হাসিনা বেগম নিলয় বাবুর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের তদন্তে এসআই রওশন ফেরদৌস ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি মিমাংসার জন্য ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা দায়িত্ব নেন। তিনি বাবুকে আসতে বললেও বাবু তার কার্যালয়ে আসেনি। পরে কাউন্সিলর আশা লোকজন পাঠিয়ে বাবুকে ধরে আনার নির্দেশ দেয়। ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টায় আশার লোকজন বাবুকে ধরে আনতে গেলে তাদের ভয়ে বাবু পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে আশার লোকজন পুকুরে ইট-পাটকেল মারে। ইটপাটকেলের আঘাতে জখম হয়ে বাবু পুকুরে পড়ে থাকে। পরে ঘটনার চারদিন পর বাবুর লাশ ওই পুকুর থেকে উদ্ধার করা হয়। মামলায় তিনি কাউন্সিলর আশাকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ হাসিনা বেগমসহ ২জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এদিকে ওই ঘটনায় ক্লোজ হওয়া পুলিশের এসআই রওশন ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কাউছার আশা বলেন, নিলয় বাবুর বিরুদ্ধে থানায় আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা বলে শুনেছি। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই মামলায় আমাকে আসামি করা হয়েছে। এর পেছনে রয়েছেন সাবেক কাউন্সিলর দুলাল প্রধান। নিহত নিলয় তার আত্মীয়।’ এই বিষয়ে দুলাল প্রধানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। তৎসময় ঘটনা সম্পর্কে পুলিশ সুপার বলেন, ‘যে মারা গেছে তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ছিল। সে জেলও খেটেছে। তবে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। আমরা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মামলায় কাউন্সিলর আশাকে আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, এটা বাদীর বিষয়। তিনি যাকে দোষী মনে করেছেন তাকে আসামি করেছেন। বন্দর থানার তৎকালিন ওসি দীপক চন্দ্র সাহা বলেছেন, বাবু নিহতের ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এসআই রওশন ফেরদৌসকে ওই ঘটনায় তার দায়িত্বে অবহেলার কারণে ক্লোজ করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯