আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | দুপুর ২:৫৫

না’গঞ্জে বন্ধুসভার পিঠা উৎসব

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৩ | ১১:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শীতের মৌসুমের আমেজে নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভা কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর প্রথম সভা ও শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কালিবাজার বন্ধুসভার নিজস্ব কার্যালয়ে এ সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শীতের হরেক রকম পিঠার আয়োজনে ও নতুন পুরাতন বন্ধুদের জমজমাট উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে নারায়ণগঞ্জ বন্ধুসভার কার্যালয় ও শীতের পিঠার উৎসব। শীতের পিঠা উৎসবে স্থান পায় গ্রামের চিরচেনা ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি পিঠা, তেলের পিঠা, ঝিনুক পিঠাসহ বিভিন্ন রকমারি পিঠা। এর আগে ২০২৩ সালের বন্ধুসভার প্রথম সভার শুরুতেই নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভা ২০২২ সালের কমিটির সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস ২০২৩ সালের নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মজিবুল হক তালুকদার পলাশ, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার,সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ,সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য আফরিন সুলতানা জেমী, উজ্জ্বল উচ্ছ্বাস, সহ-সভাপতি মোঃহাসানুজ্জামান, সাবেক সহ-সভাপতি আরাফাত বাপ্পি, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম সম্পাদক মো. বেলায়েত হোসেন, জহিরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ডা.গাজী খায়রুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান সোয়ান, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব, প্রশিক্ষণ সম্পাদক সুবর্ণ তিথী, দূর্যোগ ও ত্রান সম্পাদক শিউলি ফুল স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক গাজী ওমর ফারুক, মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক মো. ইমরান নাজির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুসরাত জাহান আনকা, ম্যাগাজিন সম্পাদক নাসরিন আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- সাধারণ সদস্য মো. ইউসুফ কবির, মাইনুল ইসলাম মাসুম, অর্পিতা হোসেন, ইরফা হোসেন অথৈ, রবিন প্রধান, সেলিম খান, রুহুল আমিন, হাবিব সিদ্দীক, এ আর পারভেজ প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা