আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | বিকাল ৫:৪৪

পিরোজপুর আ’লীগ কমিটি অনিশ্চিত

ডান্ডিবার্তা | ০৮ জানুয়ারি, ২০২৩ | ৩:১০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে নিজেদের ঘর গোচাচ্ছে আওয়ামী লীগ। উপজেলার পর ইউনিয়নগুলোতেও একে একে কাউন্সিল করা হচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যেও বেশ উদ্দীপনা বেড়েছে। দীর্ঘদিনের স্থবিরঅবস্থা কাটিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি পাবে তৃণমূল নেতাকর্মীরা সেই আশায় বুক বেধে ছিল নেতাকর্মীরা। কিন্তু সাদিপুর ও বৈদ্্েযরবাজার ইউনিয়নে কমিটি না হওয়ায় নেতাকর্মীরা বেশ হতাশ হয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেল তিনটায় পিরোজপুর ইউনিয়নে সম্মেলন হলেও কমিটি ঘোষণা হয়ান। কিন্তু অন্য দুই ইউনিয়নের মতো পিরোজপুরেও কমিটি হবেনা এমন গুঞ্জন আগেই ছিল নেতাকর্মীদের মাঝে। চাঙ্গাভাবের মধ্যে হতাশা আর আশংকাও করছেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সুত্রও নিশ্চিত করেছে, পিরোজপুর ইউনিয়নের কর্মী সম্মেলনেও কমিটি ঘোষণার সম্ভাবনা কম। সুত্র বলছে, ইউনিয়নগুলোতে সম্মেলন হলেও আগামী জাতীয় নির্বাচনের আগে কোন কমিটি দেওয়া হবেনা। সবাইকে মাঠে রাখার এবং বিরোধ এড়াতেই এই কৌশল বলে মনে করছেন তারা। তবে উপজেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, নতুন নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে পুণাঙ্গ কমিটি করার কথা এবং ইউনিয়ন সম্মেলন করতে কেন্দ্রের বাধ্যবাধকতা রয়েছে। সেই মোতাবেক দ্রুতই কমিটি না দিলে বর্তমান উপজেলা কমিটির বিরুদ্ধে দলীয় ব্যবস্থা আসতে পারে। এরআগে দীর্ঘ ২৫ বছর পর সোনারগাঁ উপজেলায় উৎসবমুখর পরিবেশে গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে ৩ সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা হয়। সেই থেকে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতাকর্মীরা নতুন নেতৃত্বের আশায় বুকবেঁধে আছে। দলীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। ওই সম্মেলনে আবুল হাসনাতকে সভাপতি ও আবদুল হাই ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা