ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে নিজেদের ঘর গোচাচ্ছে আওয়ামী লীগ। উপজেলার পর ইউনিয়নগুলোতেও একে একে কাউন্সিল করা হচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যেও বেশ উদ্দীপনা বেড়েছে। দীর্ঘদিনের স্থবিরঅবস্থা কাটিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি পাবে তৃণমূল নেতাকর্মীরা সেই আশায় বুক বেধে ছিল নেতাকর্মীরা। কিন্তু সাদিপুর ও বৈদ্্েযরবাজার ইউনিয়নে কমিটি না হওয়ায় নেতাকর্মীরা বেশ হতাশ হয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেল তিনটায় পিরোজপুর ইউনিয়নে সম্মেলন হলেও কমিটি ঘোষণা হয়ান। কিন্তু অন্য দুই ইউনিয়নের মতো পিরোজপুরেও কমিটি হবেনা এমন গুঞ্জন আগেই ছিল নেতাকর্মীদের মাঝে। চাঙ্গাভাবের মধ্যে হতাশা আর আশংকাও করছেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সুত্রও নিশ্চিত করেছে, পিরোজপুর ইউনিয়নের কর্মী সম্মেলনেও কমিটি ঘোষণার সম্ভাবনা কম। সুত্র বলছে, ইউনিয়নগুলোতে সম্মেলন হলেও আগামী জাতীয় নির্বাচনের আগে কোন কমিটি দেওয়া হবেনা। সবাইকে মাঠে রাখার এবং বিরোধ এড়াতেই এই কৌশল বলে মনে করছেন তারা। তবে উপজেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, নতুন নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে পুণাঙ্গ কমিটি করার কথা এবং ইউনিয়ন সম্মেলন করতে কেন্দ্রের বাধ্যবাধকতা রয়েছে। সেই মোতাবেক দ্রুতই কমিটি না দিলে বর্তমান উপজেলা কমিটির বিরুদ্ধে দলীয় ব্যবস্থা আসতে পারে। এরআগে দীর্ঘ ২৫ বছর পর সোনারগাঁ উপজেলায় উৎসবমুখর পরিবেশে গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে ৩ সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা হয়। সেই থেকে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতাকর্মীরা নতুন নেতৃত্বের আশায় বুকবেঁধে আছে। দলীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। ওই সম্মেলনে আবুল হাসনাতকে সভাপতি ও আবদুল হাই ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯