ডান্ডিবার্তা রিপোর্ট নানা সমস্যায় জর্জরিত নারায়ণগঞ্জ শহরের বাসিন্দাদের ভোগান্তির যেন শেষ নেই। শহরে যানজট, ফুটপাতে অবৈধ দোকানপাট, অবৈধ পরিবহন স্ট্যান্ড, মাদকে সয়লাবসহ অপরিকল্পিত উন্নয়ণে নারায়ণগঞ্জবাসীর যেন ভোগান্তির শেষ নেই। নগরবাসীর দূর্ভোগ কমাতে স্থানীয় জনপ্রতিনিরা অনেকটা নিশ্চিুপ রয়েছেন। সূত্র বলছে, নারায়ণগঞ্জের সব ক্ষেত্রে জনপ্রতিনিধিদের মধ্যে বিভক্তি রয়েছে। সেটা হোক শহরের উন্নয়ন কিংবা শহরের সমস্যা সমাধানের বিষয় নিয়ে। ব্যাক্তিগত কিংবা রাজনৈতিক বিরোধ থেকেই এ বিভক্তির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বোদ্ধা মহল। এসব বিরোধ কিংবা বিভক্তি অনেক সময় চরম পর্যায়ে চলে যাচ্ছে। অনেক সময় তা বাক যুদ্ধ কিংবা শহরে উত্তেজনা ছড়িয়ে পরছে। এ নিয়ে একদিকে যেমন সাধারন মানুষ বিব্রত, অন্যদিকে রাজনৈতিক কর্মীদের মধ্যেও বিরোধ দেখা দিচ্ছে। আর এ অবস্থা চলছে অনেক বছর ধরেই। সাধারন মানুষের মতে, জনপ্রতিনিধিদের এসব বিরোধের কারণে নারায়ণগঞ্জবাসী কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তবে জনপ্রতিনিধিদের মধ্যে বিরোধ কিংবা বিভক্তি থাকতে পারে, কিন্তু সেটা উন্নয়নে যেন বাধা হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে তাদের নজর রাখা প্রয়োজন বলে মনে করছেন বোদ্ধা মহল। তথ্যমতে, দীর্ঘদিন ধরেই নানা কারনে নারায়ণগঞ্জে জনপ্রতিনিধি কিংবা রাজনীতিকদের মধ্যে বিরোধ চলমান রয়েছে। মাঝে মধ্যে তাদের মধ্যকার এসব বিরোধ জেলা কিংবা শহরের উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়ায়। যা নিয়ে সাধারন মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরেই একাধিক পক্ষ সক্রিয় রয়েছে। ক্ষমতাসীন দলের মধ্যে সবচেয়ে বেশি এ বিষয়টি বিদ্যামান রয়েছে। নারায়ণগঞ্জের উন্নয়ন কিংবা সমস্যা নিয়ে জনপ্রতিনিধিরা বিরোধে জড়িয়ে পরছে। আর এ বিরোধ এক পর্যায় বড় আকার ধারন করে মাঠ পর্যায়েও ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে থাকে। রাজনীতিকরা বিরোধে জড়িয়ে পরার ফলে জেলার উন্নয়ন কর্মকান্ডে বড় ধরনের প্রভাব পরে। অনেক সময় এ নিয়ে সংঘাত ও সংঘর্ষেও জড়িয়ে পরতে দেখা যাচ্ছে অনেককে। সূত্র বলছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের সমন্বয়তার অভাবে কাঙ্খিত উন্নয়ন হয়নি নারায়ণগঞ্জে। রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগির গাজী ও সিটি মেয়র সেলিনা হায়াত আইভী ঐক্য থাকলেও সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সমন্বয়ে পৃথক বলয় তৈরী হয়েছে। এরমধ্যে আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু নিজস্ব বলয় তৈরী করেছেন। জনপ্রতিনিধিদের এমন বিভক্তে নারায়ণগঞ্জবাসী কাঙ্খিত উন্নযণ থেকে বঞ্চিত হচ্ছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯