আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | রাত ১০:৫৮

এক মাসে মধ্যে ওয়ার্ড কমিটি করবে মহানগর আ’লীগ

ডান্ডিবার্তা | ০৯ জানুয়ারি, ২০২৩ | ৯:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি গুলো আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু করে ১১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। গতকাল রোববার ২নং গেই এলাকায় অবস্থিত দলিও কার্যালয়ে আয়োজিত মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। তিনি বলেন, আগামী ১৩ জানুয়রি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ওয়ার্ড কমিটি গুলো সম্পন্ন করার কাজ শুরু হবে। প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে এবং ত্যাগি নেতাদের সমন্বয়ে প্রতিটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, কেন্দ্র নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি গুলো ১ মাসের মধ্যে গঠন করার নির্দেশ দিয়েছি। আমরা সকলের সহযোগিতায় আশা করি কাজটি দ্রুত সম্পন্ন করতে পারবো। আমরা এই কাজটি বন্দরে থেকে শুরু করতে চাই। জানা গেছে, প্রতিটি থানা/উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের দায়িত্ব মহানগর আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দের উপর দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, এতদিনের রাজনীতিতে আমিও আমার পরিবারের কাউকে রাজনীতিতে আনি নাই, আনোয়ার ভাইও তার পরিবারের কাউকে আনে নাই। রাজনীতিতে আমাদের কোন ওয়ারিশ নাই। তাই আমি মনে করি, এই মহানগর এলাকার তৃণমুলের নেতা-কর্মীরাই আমাদের ওয়ারিশ। খোকন সাহা বলেন, আনোয়ার ভাই যে বক্তব্য দিছে, ওই বক্তব্যই আমার বক্তব্য। আমরা আনোয়ার ভাইয়ের বক্তব্যর সাথে একমত পোষন করছি। ২০০১ এর পরে বা তারও আগে দলের জন্য যারা নিবেদিত প্রান ছিলো কমিটি গুলো গঠনের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেয়া হবে। এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সহ সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, সহ সভাপতি মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলি খোকন, নাজমুল আলম সজলসহ অনেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা