আজ রবিবার | ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শাবান ১৪৪৬ | রাত ১২:৩১

ফতুল্লায় বেপরোয়া চোর সিন্ডিকেট

ডান্ডিবার্তা | ০৯ জানুয়ারি, ২০২৩ | ১০:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় শক্তিশালী চোর সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। সূতা, চাউল, ভ্যাটারি, রড, সিমেন্টসহ বিভিন্ন মালামাল স্থানীয় একটি চক্র বিভিন্নভাবে চুরি করে এবং ছিনিয়ে নিয়ে বিক্রয় করে আসছে। প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে শক্তিশালী এই চক্রটি স্থানীয় ও বহিরাগত সদস্যদের নিয়ে গড়েউঠা এই শক্তিশালী চোর চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে ট্রাক চালকদের যোগসাযোগে প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন এই কারবার করে আসছে। এই চোর সিন্ডিকেট কয়েক মাস পূর্বে মানিকগঞ্জ থেকে ট্রাক ভর্তি সূতা চুরি করে নিয়ে আসে ফতুল্লায় পরে এই ট্রাক ভর্তি সূতা নিয়ে বিক্রি করে নংসিংদীর মাদবধী। পরে সূতার মালিক মামুন মিয়া থানায় অভিযোগ দায়ের করে। মানিক গঞ্জ থানা পুলিশ চালক রমজানের মোবাইল কল লিস্টের সূত্র ধরে মানিকগঞ্জ থেকে চুরি হওয়া সূতা নংসিংদীর মাদবধী থেকে চোরাইকৃত সূতা উদ্ধার করে। পরে এরই ধারাবাহিকতায়  দেলপাড়া হাজ্বী মিছির আলী কলেজ রোড এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের সদস্য কভার্ডভ্যান চালক রমজান আলী,সেহাচর তক্কারমাঠ হাজ্বী বাড়ি মোড় থেকে চার সিন্ডিকেটের আরেক সদস্য রিপন মিয়াকে গ্রেফতার করে।এ চুরির ঘটনায় সহযোগী চালক রমজান, রিপন মিয়া, রাকিব হোসেন ও আব্দুল আলীম গ্রেপ্তার হলেও নেপথ্যে থাকা মাস্টারমাইন্ড এখনো রয়েছে ধরা ছোয়ার বাইরে। জানা যায়, গত বছরের জুলাই মাসের ৫ তারিখে মানিকগঞ্জ থেকে ২০০ ব্যাগ সূতা নিয়ে কভার্ডভ্যানযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম ট্রেক্সাইল মিলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ডেলিভারীকৃত সূতা নির্দ্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর গন্তব্যস্থলে না পৌছালে ট্রান্সপোর্টের মালিক মামুন হোসেন চালক রমজানের সাথে কোন যোগাযোগ করতে পারেনি। তাদেরকে না পেয়ে তিন দিন পর মধাবদী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন  ট্রান্সপোর্ট মালিক। যার জিডি নং-৪৭৩। পরবর্তীতে ওই জিডির পর মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করেন ট্রান্সপোর্টের মালিক মামুন হোসেন। মামলার সূত্র ধরে পুলিশ মাদবদী এলাকার একটি গোডাইন থেকে চুরি যাওয়া সূতা উদ্ধার করে। এসময় মালামাল যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অর্থাৎ মো: রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অন্যান্য ৩ জন অর্থাৎ রমজান, রিপন মিয়া ও আব্দুল আলীমকে পালাক্রমে গ্রেপ্তার করে পুলিশ।সূত্রে জানা গেছে, সূতা চুরির মূলে রয়েছে শক্তিশালী কয়েকটি সিন্ডিকেট। এরমধ্যে অন্যতম একটি সিন্ডিকেট নারায়ণগঞ্জের ফতুল্লায় এরা জামিনে বেড়িয়ে এসে আবারও সক্রিয় হয়ে ঊঠেছে। চালিয়ে যাচ্ছে একের পর এক অপরাধ প্রবনতা।এ বিষয়ে ট্রান্সপোর্টের মালিক মামুন হোসেন জানান, সূতা নিয়ে কভার্ডভ্যানযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইব্রহিম ট্রেক্সাইল যাওয়ার কথা ছিলো চালক রমজানের। কিন্তু সে সময়মত না পৌছানোর কারনে তাকে ফোন করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মধাবদী থানায় জিডি করা হয়। এরপর মানিকগঞ্জ সদর থানায় আমরা একটি মামলা দায়ের করি। এতে রমজান নামের চালককে আসামী করি। এরপর পুলিশ বাকিদেরকে গ্রেপ্তার করে।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় আমরা মামলা নিয়েছি। এবং মামলায় জড়িতদের গ্রেফতার করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা