আজ রবিবার | ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শাবান ১৪৪৬ | রাত ১২:৩১

চাঙ্গা হচ্ছে মহানগর আ’লীগ

ডান্ডিবার্তা | ১০ জানুয়ারি, ২০২৩ | ১০:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে চাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। দীর্ঘদিন নিরব থাকার পর গত রবিবার থেকে এক জরুরী সভার মাধ্যমে মহানগর আওয়ামীলীগে চাঙ্গাভাব শুরু হয়। আগামী একমাস চাঙ্গাভাব থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। মাহনগর আওয়ামীলীগের দীর্ঘদিনের স্থবরিতার পর আলোর মুখ দেখছে তৃনমূল নেতাকর্মীরা। এক মাসের মধ্যে যে সকল ওয়ার্ডের কর্মী সম্মেলন কমিটি হবে তাতে করে আওয়ামীলী রাজনীতির কিছুটা উচ্ছাস দেখা দিবে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, সকলের সহযোগিতা নিয়েই মহানগর আওয়ামী লীগের কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে এসেছি। যদি ওয়ার্ড কমিটিগুলো সচল থাকতো তাহলে পরিপূর্ণভাবে সফল হতে পারতাম। অনেক চড়াইউতরাই পেরিয়েও আমরা সভাপতি সাধারণ সম্পাদক সফল হতে পারি নাই। তবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা আগামী একমাসের মধ্যে ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন করার চেষ্টা করবো। তিনি মহানগর আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডে সম্মেলনের তারিখ ঘোষণা করেন। আনোয়ার হোসেন বলেন, কমিটি করতে গিয়ে কে আনোয়ার হোসেনের লোক কে খোকন সাহার লোক এটা দেখা হবে না। এত বছর পর্যন্ত ওয়ার্ড পর্যায়ে যারা মহানগর আওয়ামী লীগকে সচল রেখেছেন কর্মের মূল্যে আমরা ত্যাগীদের মূল্যায়ন করবো। পয়সা খেয়ে টাকা নিয়ে কোনো কমিটি হবে না। এই নেশা আমাদের নাই। যারা কাজ করছে তাদের নিয়ে কমিটি হবে। চেষ্টা করবো ভালো কর্মীদের মূল্যায়ন করার জন্য। মাইনর প্রতিষ্ঠা করাবো না। যারা আমাদের সার্ভিস দিয়েছে আমরা তাদের কমিটি দিবো। সভাপতি বলেন, আনোয়ার খোকন সাহা বাদ পড়লে আপনারা কেউ থাকবেন না। আমরা যেন সবাই থাকতে পারি এজন্য সবাই সহযোগিতা করবেন। কোনো বিভেদ নেই। একে অপরকে সহযোগিতা করার মধ্য দিয়ে সম্মেলনগুলো করবো। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, খোকন সাহার লোক আনোয়ার হোসেনের লোক আমরা খুঁজবো না। এখানে আনোয়ার ভাইয়ের আমরা সকলেই ঐক্যমত হয়েছি ২০০১ এর পরে কিংবা তৎপূর্বে দলের জন্য যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে মূল্যায়ন করবো। আপনারা বিশ্বাস রাখবেন আমরা দুইজনের প্রতি। আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে আমাদের কোনো পরিবারের সদস্য আনি নাই। আমাদের ওয়ারিশ নেই রাজনীতিতে। মহানগর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে আমাদের ওয়ারিশ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা