আজ রবিবার | ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শাবান ১৪৪৬ | রাত ১২:৩৬

বিসিকের গার্মেন্টস ব্যবসায়ীরা জিম্মি

ডান্ডিবার্তা | ১০ জানুয়ারি, ২০২৩ | ১০:৩২ পূর্বাহ্ণ

ফোকাস নিউজ শিল্পনগরী ফতুল্লার বিসিক এলাকায় গার্মেন্টস ব্যবসায়ীরা অনেকটা জিম্মি হয়ে পড়েছে ঝুট সন্ত্রাসী রহমতুল্লাহ ওরফে কাইল্যা রকমতের কাছে। বিশাল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বিসিকের ঝুট সেক্টর নিয়ন্ত্রন করছে রকমত। নাম মাত্র মূল্যে দিয়ে গার্মেন্টেসের ওয়াস্টিজ মাল নিয়ে আসছে তার বাহিনীর সদস্যরা। গার্মেন্টস মালিকরা প্রতিবাদ করলে তাদের হুমকিসহ নানা ভাবে হয়রানী করা হয় বলেও রকমতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিকেএমইএ সভাপতি সদরবন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। সম্প্রতি একটি অনুষ্ঠানে সেলিম ওসমান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার গার্মেন্টস ব্যবসায়ীরা যেন অসহায় হয়ে গেছে। তাদের ফ্যাক্টরির ঝুটের দাম নির্ধারন করছে ঝুট সন্ত্রাসীরা। আবার কোথাও কোথাও তো জোর করে ঝুট নিয়ে যাচ্ছে। এময় তিনি আইন শৃঙাখলাবাহিনীর সহায়তা চেয়েছেন। পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ীদের ভয় না পেয়ে বিকেএমইএতে অভিযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন। জানাগেছে, বিসিকে একক আধিপত্য বিন্তার করে আসছে ঝুট সন্ত্রাসী কাইল্যা রকমত। যা নিয়ন্ত্রনে জুয়েল বাহিনী, কাইয়ূম বাহিনী, ইসলাম বাহিনীসহ অসংখ্য বাহিনী রয়েছে। আর এসকল বাহিনীর কাছে রয়েছে অসংখ্য অবৈধ অন্ত্র। বিভিন্ন সময় এসকল অবৈধ অস্ত্র প্রদশর্ন করলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা নেয়া হয়নি। নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে জায়েদুল আলম থাকাকালীন সময়ে সন্ত্রাসী রকমতের বিরুদ্ধে একাধিক মামলা হলেও বর্তমানে বহাল তবিয়তে রয়েছে। অভিযোগে রয়েছে, রকমতের সহযোগী রিপন শেখের মধ্যমে প্রশাসনকে ম্যানেজ করেই দাপটের সাথে সন্ত্রাসীমূলক কর্মকাচালিয়ে যাচ্ছে। এনিয়ে গার্মেন্টস মালিকরা এতোদিন নিশ্চুপ থাকলেও সেলিম ওসমানের বক্তব্যের পর রকমতের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। ঝুট সেক্টর নিয়ন্ত্রনের পাশাপাশি ভূমিদস্যু হিসেবে নিজেকে প্রতিষ্ঠি করেছে রকমত। ফতুল্লার নরসিংপুরসহ আশেপাশের এলাকার নীরহ অসংখ্য মানুষের জমি দখল করে রেখেছে রকমত। ইতিমধ্যে বেশ কয়েকটির সত্যতাও পাওয়া গেছে। তবে এব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভূক্তভোগীরা। ভূক্তভোগীরা বলছেন, রকমতের সাথে বড় বড় নেতাদের সাথে সম্পর্ক রয়েছে। এছাড়াও থানা পুলিশও রকমতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তো দূরের কথা উল্টো রকমতের পক্ষ হয়ে হয়রানী করারও অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবারের নাম ব্যবহার করে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে রকমত। কখনো শামীম ওসমান, কখনো আজমেরী ওসমান আবার কখনো অয়ন ওসমানের নাম ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠেছে। যখন যাকে প্রয়োজন তাকে ম্যানেজ করেই নিজের আধিপত্য ধরে রেখেছেন তিনি। এব্যাপারে রহমতুল্লাহর সাথে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা