আজ রবিবার | ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শাবান ১৪৪৬ | রাত ১২:৪০

সিদ্ধিরগঞ্জ পুলে যানজটে ভোগান্তিতে এলাকাবাসী

ডান্ডিবার্তা | ১০ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুলে অসহণীয় যানজটে চরম দুর্ভোগে এলাকাবাসী অতিষ্ঠ। ঢাকাচট্টগ্রাম মহাসড়কের   শিমরাইল মোড় থেকে  নারায়ণগঞ্জ চাষাড়াগামী সড়কে প্রতিদিন আদমজী ইপিজেড সহ বিভিন্ন শিল্প কারখানার হাজার হাজার যান বাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়কের  সিদ্ধিরগঞ্জ পুলে চার রাস্তার মোড় থাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ঘন্টার পর ঘন্টা যাত্রী মালামাল সহ যানবাহন রাস্তায় আটকে যায়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শিল্পপুলিশ যানজট সরানোর চেষ্টা করলেও সহজেই যানজট এর কবল থেকে মুক্ত হতে পারছে না এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ পুলের যানজটের কারণ, অনুসন্ধানে জানা গেছে , সিদ্ধিরগঞ্জ পুলের (কালভার্ট) নিচে ডিএনডি প্রকল্পের আওতাধীন রাস্তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর আর সি সি ঢালাই  রোড, রাস্তার পাশে ফুটপাত সহ  সৌন্দর্য বর্ধনের কাজ চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন নতুন রাস্তা, মিজমিজিগামী টিসি রোড, সিদ্ধিরগঞ্জ পুলে সংযোগে চার রাস্তার মোড়ের সৃষ্টি হয়েছে। পাশাপাশি দুই টি মোড়  থাকায় যানবাহন চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে ভ্যানে মাল বিক্রয়, সিটি কর্পোরেশনের নবনির্বিত ফুটপাত, সড়ক বনায়নের নির্ধারিত স্থানে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। এইসব দোকানপাটে হাজার হাজার  ক্রেতাদের চলাচলে যানজট বেড়েই চলছে। আদমজী ইপিজেড গার্মেন্টস কর্মী আছিয়া খাতুন বলেন,যানজটের কারণে সময় মত অফিসে যেতে পারছিনা। স্কুলগামী ছাত্রছাত্রীরা যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারছে না। অনেক মুমূর্ষ রুগী যানজটের  কবলে পড়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ছে। এলাকাবাসী জানান অবৈধ দোকান থেকে প্রতিদিন ভাড়া বিদ্যুৎ বিল বাবদ হাজার হাজার টাকা উত্তোলন করছে বিএনপি আওয়ামী নামধারী কতিপয় অসাধু ব্যক্তিরা। বিশেষ সূত্রে জানা যায়, বিএনপি নেতা সালাউদ্দিন তার ভাই কামাল হোসেন, বিএনপি নেতা অলি, আওয়ামী লীগ নামধারী গুলজার হোসেন ওরফে ভান্ডারী, কামরুল, সাইফুল, মুন্না, বাবু, খাজা মার্কেটের  জয়নাল আবেদীন, সামসুল হক জোট বেঁধে জায়গা ভাগাভাগি করে অবৈধ দোকানপাট বসিয়ে ভাড়া বিদ্যুৎ বিলের টাকা প্রতিদিন উত্তোলন করছে। মিজমিজি পাইনাদী সিদ্ধিরগঞ্জ কবরস্থান মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন বলেন, মসজিদের আশেপাশে দোকানপাট থেকে কমিটির নির্দেশক্রমে চাঁদা রশিদের মাধ্যমে প্রতিদিন টাকা উত্তোলন করে উন্নয়নের কাজে ব্যবহার করা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান বলেন, বিএনপির কেহ কেহ অবৈধ দোকান বসিয়ে টাকা উত্তোলন করছে। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে  অবৈধ দোকানপাট থেকে কেউ টাকা উত্তোলন করছে না। অবৈধ দোকানপাট উচ্ছেদ সহ সিদ্ধিরগঞ্জ  পুলের যানজট নিরসন করে নাগরিক জীবনে স্বস্তি ফিরে পেতে এলাকাবাসী নগর মাতা মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা