ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, দেশ স্বাধীনের পর লন্ডনে এয়ারপোর্টে বঙ্গবন্ধুর জন্য সেখানকার প্রধানমন্ত্রী সকল প্রোটকল ভেঙে গাড়ির দরজা খোলেন। তিনি বলেছিলেন একটি দেশের স্বাধীনতার মহা নায়ককে আমি সম্মান জানিয়েছি। সেখান থেকে দিল্লি হয়ে তিনি বাংলাদেশে ফেরেন। মিসেস গান্ধীর সাথে তার কথা হয়েছিল। তিনি বলেছিলেন এক কোটি মানুষকে আমি আশ্রয় দিয়েছি যুবকদের আমি ট্রেনিং দিয়েছি। বঙ্গবন্ধু সেসময় বলেছিলেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনি বলুন আপনার সেনাবাহিনী সেখান থেকে ফেরত আসবে। বঙ্গবন্ধু এমন ব্যক্তিত্ব সম্পন্ন নেতা ছিলেন। গতকাল মঙ্গলবার শহরের ২নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিজ বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যখন দেশে আসেন আমরা সেখানে ছিলাম। আমাদের কিছুটা দেখার সুযোগ হয়েছিল। তিনি যখন নামলেন কোথায় সিকিউরিটি। বাধ ভাঙা জেয়ারে জনস্রোতে ভাসলেন তিনি। সেখান থেকে রেসকোর্স যেতে আড়াই ঘন্টা সময় লেগেছিল। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলাদা আলাদা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা যোগ্য নেতৃত্ব গড়ার চেষ্টা করছি। যারা এ মহানগর আওয়ামী লীগের দুঃসময়ে কাজ করেছিল আজ তাদের আমরা মূল্যায়িত করার চেষ্টা করবো।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯