আজ রবিবার | ৩ নভেম্বর ২০২৪ | ১৮ কার্তিক ১৪৩১ | ৩০ রবিউস সানি ১৪৪৬ | রাত ৩:৩০

সোনারগাঁ আ’লীগের ব্যর্থতায় হতাশ তৃনমূল

ডান্ডিবার্তা | ১১ জানুয়ারি, ২০২৩ | ৮:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতিতে গ্রুপিং আর প্লাস-মাইনাস, আন্তঃকোন্দল, বিভেদ বা হাতাশা মেরু করণ চলছে। তবে বর্তমান সময়ে সোনারগাঁয়ে থানা আওয়ামী লীগের নেতারা বক্তৃতায় ঐক্যের আহবান জানাচ্ছেন। কিন্তু সোনারগাঁয়ে আওয়ামী রাজনীতির ঐক্য বর্তমান সময়ে আন্তঃকলহ ও নানা বিভেদ স্পষ্ট। কারণ সোনারগাঁ থানা আওয়ামী লীগের নেতাদের বিগত সময়ের কর্মকান্ডে ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতারা। যার কারণে সোনারগাঁ থানা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার জন্য কেন্দ্রে থেকে কঠোর নির্দেশনা দিয়েছে। তবে ঐক্যের দোহাই দিয়েও সোনারগাঁ থানা আওয়ামী লীগে ঐক্য ফেরাতে ব্যর্থ হচ্ছেন থানা আওয়ামীলীগের নেতৃত্ব থাকা নেতারা যেটা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনই আন্তঃকলহ বিভেদ প্রকাশ্যে বিস্ফোরিত হচ্ছে। সূত্র বলছে, গত বছরের ৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সামসুল ইসলাম ভূইয়াকে সভাপতি সাবেক সংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত সাধারণ সম্পাদক এবং ইঞ্জি. মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি করে সোনারগাঁ থানা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠিত হয়। কমিটি গঠনের কয়েকদিন পর সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় সোনারগাঁ থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি এক মাসের মধ্যে গঠনের চ্যালেঞ্জ গ্রহণ করেন। তবে কমিটি গঠনের কয়েক মাস অতিবাহিত হওয়ার পর গত বছরের শেষ দিকে ১০টি ইউনিয়নে কর্মী সম্মেলনের উদ্যেগ নেয়। পরবর্তীতে সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নে প্রথম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কর্মী সম্মেলন থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠে সোনারগাঁ থানা আওয়ামীলীগের রাজনীতি। কারণ সেই সম্মেলনে আবারও সোনারগাঁ থানা আওয়ামী লীগের নেতাদের বিভেদের রাজনীতির বহিঃবিকাশ ঘটে প্রকাশ্যে। সে সম্মেলনে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সোনারগাঁ থানা আওয়ামীলীগের বর্তমান নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা করেন। তবে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোনারগাঁ থানা আওয়ামীলীগের বর্তমান নেতৃত্বে থাকা নেতারা ঐক্যবদ্ধ থাকার কথা বলে কর্মী সম্মেলনে তার কঠোর সমালোচনাকে ধামা চাপা দেন। কিন্তু জামপুর ইউনিয়নে কর্মী সম্মেলনে সোনারগাঁ থানা আওয়ামীলীগের বিভেদ গ্রুপিং আবারও স্পষ্ট হয়। কারণ গত রবিবার জামপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া এবং সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষে হয়। আর এই সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় সোনারগাঁ থানা আওয়ামীলীগের বর্তমান নেতৃত্বে থাকা নেতারা। পরবর্তীতে এই সংঘর্ষ আরো তীব্রতর হলে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়। পরবর্তীতে আবার এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া এর ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার জামপুরের পাকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা পঙ্গু হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়ার মেয়ের জামাই মো. আশিকুর রহমান বাদি হয়ে সোমবার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে সম্মেলন থেকে এই হামলার সূত্রপাত হলেও এই সংঘর্ষকে সামাল দিতে ব্যর্থ হয়েছেন সোনারগাঁ থানা আওয়ামীলীগ। কারণ বরাবরই তারা সোনারগাঁ থানা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ বলে এসছিল। কিন্তু সোনারগাঁয়ের তৃণমূলের নেতারা বলছে, সোনারগাঁয়ের আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকার পরও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে থানা আওয়ামীলীগের শীর্ষ নেতারা সামাল দিতে পারল না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা