আজ রবিবার | ৩ নভেম্বর ২০২৪ | ১৮ কার্তিক ১৪৩১ | ৩০ রবিউস সানি ১৪৪৬ | রাত ৩:৩৯

মসজিদ ও জমি রক্ষার্থে মানববন্ধন

ডান্ডিবার্তা | ১১ জানুয়ারি, ২০২৩ | ৮:২১ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি   অর্ধ শতাধিক বছরের পুরোনো জামে মসজিদের ভবন ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার মুড়াপড়া ইউনিয়নের বানিয়াদী এলাইট জুটস মিলস্ লিমিটেডের এ মসজিদে কারখানার শ্রমিক ও এলাকাবাসী নামাজ আদায় করে থাকেন। মসজিদটি দখলের পায়তারা করছে। মসজিদ রক্ষার দাবীতে গতকাল মঙ্গলবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের বানিয়াদী এলাকায় জামে মসজিদের মুসল্লী, ইমাম, মসজিদ কমিটি, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী এ মানববন্ধন করে। মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন বানিয়াদী এলাইট জুট মিলস্ জামে মসজিদ কমিটির সভাপতি রমিজউদ্দিন মিয়া। সভায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইসমত আলী, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মিয়া, শরীফ মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হামিদুল হক খোকন, ব্যবসায়ী লোকমান হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, পঞ্চাশ বছরের পুরোনো বানিয়াদী এলাইট জুট মিল্স জামে মসজিদের দুই বিঘা জমি স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখলে নেয়ার পায়তারা করছে। মসজিদের ভবন ভেঙে প্রাইভেট কোম্পানির কাছে জমি বিক্রি করার জন্য প্রভাবশালীরা ঐক্যবদ্ধ হয়েছে। মসজিদের ভবন ভাঙ্গতে কিংবা জমি বিক্রি করতে দেওয়া হবে না। যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে। তারা আরও জানান, মসজিদের ভবন ও জমি রক্ষার জন্য বৃহত্তর গণআন্দোলনের সূচনা করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা