ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড ও আশপাশ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি দখল করে দোকানপাট, পরিবহন স্ট্যান্ড গড়ে তুলে ভাড়া বাণিজ্য করছে প্রভাবশালী মহল। নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের দুই পাশে অবৈধভাবে এসব দোকানপাট গড়ে উঠায় সৃষ্টি হচ্ছে যানজট ও ঘটছে ছিনতাই ডাকাতির ঘটনা। থানা পুলিশ অবৈধ স্থাপনা সরানো ও স্ট্যান্ডের কার্যক্রম বন্ধ করেও দিলেও প্রভাবশালী মহল আমলে নিচ্ছেনা। জানা গেছে, আদমজী ইপিজেডের মূল ফটকের দক্ষিণ পাশে সড়ক ও জনপথের জায়গায় দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলা হয়েছে। তারমধ্যে খাবারের হোটেল, কনফেকশনারী, মটর সাইকেল গ্যারেজ, বাস কাউন্টার, অকটেন-পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ বিক্রিসহ অন্তত ২৫ টির অধিক দোকানপাট। ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী এক নেতার শেল্টারে এসব দোকান ও বাস স্ট্যান্ড থেকে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছে মোহম্মদ আলী, ইসমাইল, সেলিম মজুমদার, শাহজালাল, বাবুল, ইব্রাহীম, শহিদুল্লাহসহ একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, আদমজী ইপিজেডের কারণে প্রতিদিন হাজার হাজার শ্রমিক চলাচল করে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক দিয়ে। ফলে সড়কটিতে সবসময় থাকে পরিবহনের চাপ। সড়কের পাশে দোকানপাট গড়ে উঠায় প্রতিনিয়তই সৃষ্টি হয় যানজট। তাছাড়া দূরপাল্লার বাস স্ট্যান্ড ও কাউন্টার থাকায় গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। সড়কে যানজটের পাশাপাশি প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইর ঘটনা। গত সোমবার সন্ধ্যায় এক পথচারীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সরকারি জায়গা দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছেনা বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমানের নেতৃত্বে গত সোমবার পুলিশ অভিযান চালিয়ে সকল দোকানপাট বন্ধ করে দেয়। তবে গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, দোকানপাট ও পরিবহন স্ট্যান্ডের কার্যক্রম বন্ধ থাকলেও দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না। তারা পুলিশের নির্দেশনাকে তোয়াক্কা না করে ফের এসব দোকানপাট চালু করার পাঁয়তারা করছে বলে জানা গেছে। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, যানজট ও ছিনতাই প্রতিরোধে গত সোমবার অভিযান চালিয়ে সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা সকল দোকানপাট,পরিবহন স্ট্যান্ড ও টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। অন্যতায় দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯