বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, দীর্ঘ ২৭ বছর এই এলাকায় সম্মেলন হচ্ছে। আজকের দিনটা তাদের জন্য একটি সরণীয় দিন। আমরা শন্তিপূর্ণভাবে সম্মেলন করতে চাই। আমরা চাইলেই পারতাম ঘরে বসে কমিটি করতে কিন্তু আমরা সেটা করি নাই। আমাদের মহানগরের সভাপতি আনোয়ার ভাইয়ের ২টা মেয়ে, আমার একটা ছেলে। আমার ছেলে দেশের বাহিরে থাকে। সে আর কোনদিন দেশে আসবে কিনা জানিনা। রাজনীতি করবে করবে না। কারণ সে দেখেছে তার বাবার উপর কিভাবে অত্যাচার করা হয়েছে। তাই সে আর কখনো রাজনীতি করবে না। রাজনীতিতে আমাদের কোন ওয়ারিশ নাই, তৃণমূল আমাদের ওয়ারিশ আমাদের ভবিষ্যৎ। গতকাল রবিবার বিকাল ৩টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ২২ ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে, প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর ২২ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেলনের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, অনুষ্ঠানে সভাপত্বিত করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা। নাসিক ২২নং ওর্য়াডস্থ বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল রবিবার বিকালে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের চাঙ্গা দেখা যাচ্ছে। ২টি ওর্য়াডে সভাপতি ২১ জন ও সম্পাদক পদে ২৩ জন প্রার্থী। দলের গঠনতন্ত্র অনুযায়ী সকলের অধিকার আছে। তবে যারা প্রার্থী হয়েছে অধিকাংশই বসন্তের কুকিলের মত। রাজপথ থেকে উঠে আসা প্রার্থীর সংখ্যা কমই। দল ও দেশের মানুষের জন্য কাজ করেন। পদের রাজনীতি নিয়ে কোন বিভেদের মধ্যে না জড়ানোর আহবান জানান। এড. খোকন সাহা বলেন, রাজনীতি করা কোন সহজ বিষয় না। রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। নিজের লোভ লালসার বসবতি হয়ে রাজনীতি করতে চাইলে তাহলে প্রয়োজন নাই। সকলকে দৃষ্টি আকর্ষন করে তিনি আরো বলেন, খান মাসুদকে দেখেন, ওকে আমি একটি অফার দিলাম। ওই বললো দাদা এই ছেলেগুলোকে দেখে রাখেন দল ও সংগঠনের বিশাল উপকার হবে। একটি নাম বলেছে তা আমি হুমায়ন, রশিদ ভাইসহ অনেককে বলেছি। পরে আবার সরাসরি বলেছি, খান মাসুদ বললো দাদা দলটাকে একটু ত্যাগীদের দ্বারা সংগঠিত করে দিয়ে যান আমরা যাতে ভবিষ্যতে রাজনীতি করতে পারি। আরে ভাই এটা কেমন, আমি অবাক হলাম, বিস্মিত হলাম পদের জন্য তদবিরের শেষ নেই। সেখানে সরাসরি অফার করার পরও নিজের জন্য কিছু চাইলো না। এমন ত্যাগীদের মূল্যায়ন নিশ্চয়ই দল ও আল্লাহ পুরস্কৃত করবে। সম্মেলনকে কেন্দ্র করে ২টি ওর্য়াড থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে যোগদান করেন প্রার্থীরা। ২২নং ওর্য়াডে সভাপতি পদে ৮ জন ও ২৩নং ওর্য়াডে সভাপতি পদে ১৩ জন। সাধারণ সম্পাদক পদেও ২টি ওর্য়াডে ২৩ জন প্রার্থী। পদের জন্য প্রার্থীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে যোগদান করেন। সম্মেলন ঘিরে মিছিলের নগরী ছিল বন্দর শহর এলাকা। এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মাহমুদা মালা, নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাবেক মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সুজিত সরকার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোক্তার, মোসাদ্দেক আলী আঙ্গুর, সালাউদ্দিন, মশিউর রহমান সুজু, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসন, ২১নং ওয়াডের আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন আরিফ প্রমুখ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯