ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজনীতি পুরোপুরি ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রনে। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি-জামাতকে তেমন সক্রিয়বাবে রাজপথে দেখা যাচ্ছে না। আলোচনায় আসার মতো নেই কোন দলীয় কর্মকান্ড। মাঝে মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতার কর্মী সমর্থকরা রাজপথে কর্মসূচীর নামে ফটোসেশন করে চলে যায়। যা অনেকটা ঝটিকা কর্মসূচীর মতোই। তবে যখন বিএনপি-জামাত রাজপথের বাইরে তখন রাজনৈতিক অঙ্গ নিয়ন্ত্রনে রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে দলের তৃনমূলের নেতাকর্মীরা নানা ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামাত জোটের সরকার বিরোধী আন্দোলনে দলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার ছিল। বর্তমানেও বিভিন্ন কর্মকান্ডে নেতাকর্মীরা রাজপথে রয়েছে। দলের নেতাকর্মী ছড়াও দলের শীর্ষ নেতা ও সাংসদরা উন্নয়ন কর্মকান্ডেও বেশ তৎপর হয়ে উঠেছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জকে মডেল নগরীতে পরিনত করতে নানা মূখী উদ্যোগ গ্রহন করেছে ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দ। উন্নয়ণ মূলক কর্মকান্ডে অগ্রগতি হয়েছে অনেক। যে কারনে মানুষের দৃষ্টি এখন ক্ষমতাসীন দলের দিকে। এদিক থেকে পিছিয়ে রয়েছে বিএনপি ও জামাত। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়েছে পরেছে তারা। তবে তাদের পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে কিনা এ নিয়ে সাধারন মানুষের মধ্যে নানা শঙ্কা কাজ করছে। তবে বিএনপির বেশ কিছু নেতা ক্ষমতাসীন দলের সাথেও আতাত করে নিজেদের ব্যবসায়ীক কর্মকান্ড করে আসছে। সূত্রমতে, নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন এখন ক্ষমতাসীনদের দখলে। উন্নয়ন নিয়ে ব্যস্ত রয়েছে ক্ষমতাসীন দলের সাংসদরা। সদর-বন্দর, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের পাশাপাশি জেলার অন্যান্য সংসদদ্ধয় আসনের সাংসদরা নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের ব্যস্ত সময় কাটাচ্ছে। উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক ভাবেই নেতাকর্মীদের নিয়ে রাজপথেই অবস্থান করছে। তবে নারায়ণগঞ্জ প্রাণ কেন্দ্র শহরের রাজনীতি বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। ক্ষমতাসীন দলের দুই সাংসদ নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক ভাবেও তাদের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে সাংগঠনিক তৎপতা চালাচ্ছে। আর এসব কারনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা চাঙ্গা রয়েছে। অপরদিকে, ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা উন্নয়নের পাশাপাশি দলকে তৃনমূল থেকে নতুন করে সাজানোর লক্ষ্যে কাজ করছেন বলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক সূত্রে জানাগেছে। ইতোমধ্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান দলকে তৃনমূল থেকে সাজাতে কাজ শুরু করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে। অন্যদিক, বিএনপি-জামাতের চিত্র ভিন্ন। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিশ দলীয় জোটের অন্যতম শীর্ষ দুই দলের নেতাকর্মীরা রাজপথের বাইরে অবস্থান করছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা রাজপথ থেকে ছিটকে পরেছে। বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে অনেক কর্মীও একাধিক মামলার আসামী হয়ে ফেরারী জীবন যাপন করছে। আত্মগোপনে থেকে পুলিশি হয়রানী ও গ্রেফতার থেকে নিজেদের রক্ষা করছে কেউ কেউ। তবে কবে নাগাদ এসব ফেরারী নেতারা নারায়নগঞ্জে ফিরে আসতে পারবে এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মামলার ঝটিলতা কাটাতে না পারলে বিএনপি-জামাতের নেতাদের প্রকাশে আসা অনেক সময়ের ব্যাপার। এছাড়া মামলার জামিন না হওয়া পর্যন্ত কোন নেতা নারায়ণগঞ্জে ফিরে আসার পক্ষে না। যে কারনে দলের দায়িত্বশীল নেতাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তবে বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেকটা জন বিচ্ছিন্ন হয়ে পরেছে। দলের তৃনমূলের নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছে দলের শীর্ষ নেতারা। আর এ কারনে বিএনপি অনেকটা সাংগঠনিক ভাবে দূবর্ল হয়ে পরেছে বলে মনে করছেন বোদ্ধা হল। আর এ অবস্থা থেকে ফিরে আসতে বিএনপির অনে সময় লাগবে বলে তাদের দাবি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯