ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার ফতুল্লার পুরাতন ঢাকা নারায়ণগঞ্জ সড়কে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে সড়কটি প্রদক্ষিণ শেষে নাসিকের প্রতিরোধ স্তম্বের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এ সময় ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-আহবায়ক একরামুল কবির মামুন, আব্বাস উদ্দিন বাবুল, ওমর আলী, এসএম মাহমুদুল হক আলমগীর, আল আমীন সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু, বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন লাভলু, থানা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, আমজাদ শিকদার প্রমুখ। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় তারা ১০ দফা দাবি মেনে নিয়ে দ্রুত সরকারের পদত্যাগ দাবি করে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯