ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল বলেছেন, সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান ইতিমধ্যেই দানবীর হিসেবে খেতাব পেয়েছেন। তিনি সারা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে কিনা নিজের অর্থায়নে শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্থানে প্রচুর দান এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। ভবিষৎ প্রজন্মের জন্য অনেক কিছুই করছেন। তারই ধারাবাহিকতায় এমপি সেলিম ওসমানের আস্তাভাজন খন্দকার সাইফুল ইসলাম সুবিধাবঞ্চিত স্টুডেন্টের বৃত্তি প্রদান ও অসহায়দের কম্বল বিতরণ করছেন। এটা খুবই ভাল উদ্যোগ। এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। গতকাল সোমবার বিকেলে কল্যান্দি এলাকায় খন্দকার এগ্রোফার্মে খন্দকার ফাউন্ডেশনের আয়োজনে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটাল বাংলাদেশ হবে। দেশ এখন ডিজিটালাইস। দেশের মানুষ এখন উন্নয়নের সুবাতাস গ্রহন করছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। ইনশাআল্লাহ তিনি আবারো নির্বাচিত হয়ে এই ভবিষ্যত প্রজন্মের স্মার্ট নাগরিকদের নিয়ে দেশকে স্মার্ট হিসেবে করে গড়ে তুলবে। খন্দরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি দুলাল মিয়া, মোদাচ্ছেরুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ বাবু, সামসুল হক প্রধাণ, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার, আফিয়াদ ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী আহমেদ তুষার মাইনউদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ রুবেল, মোঃ জিএম রাসেল। অনুষ্ঠানে ৬৮ জন শিক্ষার্থীদের বৃত্তি এবং শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯