ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়কে চলাচলকারী মানুষ অনেকটা দুর্বিসহভাবে জীবন-যাপন করছে। এই সড়কের যানজটের ফলে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছেনা। যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা সময় যাচ্ছে রাস্তায়। ১৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে লাগছে ১ ঘন্টার বেশী সময়। ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়কে প্রায় দ্ইু শতাধিক বাস চলাচল করছে। সবসময়ই এ রকম ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীসহ পরিবহন মালিক-শ্রমিকরা। সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়তে হচ্ছে, চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত যেতে। চাষাড়া গোলচত্তর থেকে পঞ্চবটি পর্যন্ত যেতে সময় লাগে ১০-১৫ মিনিট। সেখানে লাগছে নির্দিষ্ট সময়ের চেয়ে ৩০ মিনিট বেশি। কোন কোন সময় এই সড়কের তীব্র যানজটের কারণে সময় লাগে প্রায় ঘন্টা খানেক। অর্থাৎ চাষাড়া থেকে পঞ্চবটি যেতে এক থেকে দেড় ঘন্টা সময় এখন নিত্য দিনের ঘটনা। সেইসাথে থাকছে সড়ক দূর্ঘটনার আতঙ্ক। উপায়হীন যাত্রীরাও এ বিষয়টি অনেকটাই যেন মানিয়ে নিয়েছেন। যাত্রী ও চালকদের জন্য সহজ এই রাস্তাটি কঠিনে পরিণত হয়েছে। আরও কঠিন ভাষায় বলতে গেলে, রাস্তাটি এখন যাত্রী ও চালকদের কাছে আতংকের নাম। অতিরিক্ত যানজট ও ট্রাফিক ব্যবস্থার অবহেলার কারণেই এসকল সমস্যায় ভুগতে হচ্ছে নারায়ণগঞ্জবাসীকে। দীর্ঘদিন থেকে নারায়ণগঞ্জবাসী এ সমস্যা থেকে মুক্তি পেতে নানা ব্যবস্থা গ্রহন করলেও মিলছেনা কোন সমাধান। এই সড়কের শুরুর দিকে অবস্থিত ডাক বাংলো মোড় বা কলেজ রোডের মোড় এই পয়েন্ট তো যানজটের জন্য বিখ্যাতই বলা চলে। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বক্তব্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ৩ টি রুটে নিয়মিত বাস চলাচল করে। অন্যান্য রুটের তুলনায় এই রুটেই দিন দিন যানজটের মাত্রা বাড়ছে। এই সড়কের যে কোন গন্তব্যে পৌছাতে যত সময় লাগে এর চেয়ে বেশী সময়ক্ষেপণ হয় রাস্তার যানজটের কারণে। এর কারণ হিসাবে চালকরা জানিয়েছেন, সড়কের অবস্থা খুবই খারাপ, যত্রতত্র খানা-খন্দক আর গর্তের সৃষ্টি হয়ে আছে, আর এই সকল খানা-খন্দকে যানবাহন পড়ে যাওয়ার কারণে প্রায়ই রাস্তায় যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি সড়কের পরিধি অনেক ছোট হওয়ায় যানজটের পরিমাণ বাড়ছে। যানজটের আরো একটি অন্যতম কারণ হিসেবে রিক্সাকেই চিহ্নিত করা হয়। ইদানিং কালে যোগ হয়েছে ব্যাটারি চালিত এক ধরনের রিক্সা। এমনিতে নারায়নগঞ্জ শহরে অবৈধ রিক্সার সংখ্যা বৈধ রিক্সার তিন-চার গুণ। অলিগলিসহ শহরের রাস্তাগুলোতে মোটর গাড়ির মতোই দাপট নিয়ে চলা এসব রিক্সার কারণে আগের চেয়েও বেড়েছে যানজটের মাত্রা। রাতদিন রিক্সার দখলেই থাকছে নগরীর সড়কগুলোর অধিকাংশ স্থান। দিনভর তীব্র যানজটে নাকাল থাকছে নগরবাসী। এতে নষ্ট হচ্ছে কর্মঘন্টা ও পুড়ছে লাখ লাখ টাকার জ্বালানী। এই সড়ক দিয়ে প্রতিদিন আসা যাওয়া করছে জেলার লাখো মানুষ। ফলে স্বাভাবিকভাবে বেড়ে যায় যান চলাচল। আর এখানে আসা জনসাধারণের মতে যান চলাচল সঠিকভাবে নিয়ন্ত্রন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ট্রাফিক বিভাগ। আর এ ভোগান্তিতে বেশিরভাগ সময়ে পড়তে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের। অন্যদিকে, ফতুল্লা পঞ্চবটি মোড়ে যানজট নিরসনের নামে একাধিক সংগঠন থাকলেও এসব সংগঠনগুলো যানজট নিরসেন নয় এরা বেশীর ভাগই বিভিন্ন পরিবহণ থেকে চাঁদা আদায়ে ব্যস্ত থাকে। আর এসব কারণেই পঞ্চবটি মোড়ের যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশের সদস্যরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় কোন পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে বা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সময় উপযোগী, বাস্তব বান্ধন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া না হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে না। পাশাপাশি যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগের সমাধানও মিলবে না। তাই যে কোন মূল্যে যানজট নিরসনের পরামর্শ দিয়ে তারা বলেছেন, সিসিটিভি ক্যামেরা মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রন ও শৃংখলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এগিয়ে আসতে হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯