ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা থানাধীন পাগলা বাজারস্থ পাগলনাথ মন্দির এখন ব্যবসায়ীক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয় সাধারন মানুষের। এখানে ঝাঁড়-ফুক ও কবিরাজির নামে সপ্তাহের প্রতিদিনই চলে ভন্ডামী। ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে মহাদেবের আরাধনা করা নামে মন্দিরের ভিতরে চলে মদ, গাজা ও ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকসেবন আসর। তথ্য নিয়ে জানা যায় যে, এই মন্দিরে আসা অধিকাংশ সেবাপ্রার্থীরাই ভিন্ন ধর্মের অনুসারী। বিভিন্ন সমস্যার মধ্যে সংসারিক কলহ, স্বামী-স্ত্রীর অমিল, কুফুরী কালামের মাধ্যমে বানমারা, সন্তান না হলে গর্ভে সন্তানদান, চুরি হওয়া জিনিস উদ্ধার করা সহ নানাবিধ রোগ ও সমস্যা সমাধানের উদ্দেশ্যে আশা সাধারন মানুষের কাছ থেকে সমস্যা সমাধানের নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এছাড়াও মন্দিরের বরাদ্দকৃত সরকারী অনুদানের টাকা এবং সাধারণ মানুষ জনের দানের টাকা মন্দিরে দানকৃত ছাগল, হাঁস, মুরগি আত্মসাতের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। উক্ত মন্দিরের সেবায়েত ও পুরোহিতগণ স্থানীয় প্রভাশালী মহল ও সন্ত্রাসীদের হাত করে যুগযুগ ধরে সাধারন সহজ সরল মানুষদেরকে ঠকানো সহ নানান ধরনের অপকর্ম করে আসছে চক্রটি। আর এ সকল বিতর্কিত কর্মকান্ডের এলাকার ভোক্তভোগী মানুষজন প্রতিবাদ করতে গেলে সেবায়েত ও পুরোহিতগণ সন্ত্রাসীদের মাধ্যমে তাদেরকে মারধর কবার মত ঘটনা ঘটিয়ে আসছে চক্রটি। এছাড়াও মন্দিরের দুর্নিতী ও অপকর্ম নিয়ে স্থানীয় থানায় একাধিক জিডি এবং মামলা হয়েছে। যে সকল মামলাগুলো অদালতে বিচারধীন অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে, পাগলানাথ রাম সীতা মন্দিরের সেবাহিত চিন্ময় দাস মহন্ত ও তন্ময় দাস মহন্তের সু-পরিকল্পিত কৌশলের মাধ্যমে দীর্ঘদীন ধরে সংগঠিত হয়ে আসছে এ সকল অপরাধ কর্মকান্ড। পাগলা এলাকায় বসবাসরত একাধিক ব্যাক্তি জানান, আমরা ছোটবেলা থেকেই শুনে ও দেখে আসছি ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে পাক-পবিত্র স্থান। যেখানে ধর্মীয় কাজকর্ম হবে এবং ধর্মীয় নীতি রীতির মাধ্যমে। অথচ এখানে দেখছি এর উল্টো চিত্র। ধর্মীয় অনুভূতিকে পুজিঁ করে এ মন্দিরের মহারাজ তন্ময় দাস মহন্ত এবং চিন্ময় দাস মহন্ত সেবা নিতে আসা সাধারন মানুষদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এদিকে দীর্ঘদীন ধরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভন্ডামীর মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া মন্দিরের মহারাজ তন্ময় দাস মহন্ত এবং চিন্ময় দাস মহন্তের বিরুদ্ধে তদন্তপূর্ভক সংশ্লিষ্ট কতৃপক্ষ ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা সাধারন মানুষের। এ ব্যাপারে পাগলা পাগলানাথ রাম সীতা মন্দিরের মহারাজ চিন্ময় দাস মহন্ত বলেন, কেউ যদি বিশ্বাস করে মন্দিরে আসে তাহলে আমরা তাদের সেবা দিয়ে আসছি। আমাদের পূর্ব পুরুষদের রীতিনীতি অনুয়ারী এ মন্দিরের মাধ্যমে সেবা প্রদান করে আসছি। কারো পেট ব্যথা, কারো মাথা ব্যাথা কিংবা মনের বাসনা পূরনের জন্যই বাবা ভোলানাথের আর্শিবাদ নিয়েই আমরা এ সেবা প্রদান করে আসছি। আর আমাদের চেষ্টায় কারো সমস্যা সমাধান হয় আবার কারো হয় না। এর বিনিময়ে কোন ভক্ত যদি আমাদের কিছু দেন তাহলে আমরা গ্রহন করি। আর আমাদের কোন চাহিদা নেই।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯