ডান্ডিবার্তা রিপোর্ট নুতন বছরে নারায়ণগঞ্জের শুরু হয়েছে সহাবস্থানের রাজনৈতিক চর্চা। রাজনৈতিক অঙ্গনে নেই দ্বন্ধ, কিংবা সংঘাত, সংর্ঘষ। এর ফলে সাধারন মানুষের মধ্যেও স্বস্তি বিরাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়নের ব্যাপারেও আশাবাদী হচ্ছে। তবে এ অবস্থা ধরে রাখা গেলে নারায়ণগঞ্জবাসীর কাঙ্খিত প্রত্যাশা পূরণ সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন জেলাবাসী। নগরবাসী মনে করছেন, এ অবস্থা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জের চিত্র পাল্টে যেতে বেশী দিন সময় লাগবে না। তবে এ অবস্থা কতদিন চলমান থাকে সেটাই দেখার বিষয়! অন্যদিকে, নারায়ণগঞ্জের রাজনীতিতে বর্তমান অবস্থা ধরে রাখা গেলে একদিকে যেমন মানুষ নানা ধরনের শঙ্কা মুক্ত থাকবে তেমনি নিরাপদে নিজ নিজ গৃহে ফেরার একটা নিশ্চতয়তাও থাকবে। বোদ্ধা মহলের মতে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সহাবস্থানের রাজনীতি আরো আগে থেকে চালু থাকলে আন্দোলনের নামে অতীতে নারায়ণগঞ্জে এতো ক্ষতির সম্মুখিন হতো না সাধারন মানুষ। তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জের উন্নয়ন ব্যহত করা যাবে না। এ জন্য আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের আরো আন্তরিক হতে হবে বলেও মনে করছেন তারা। শহরবাসীর মতে, নারায়ণগঞ্জের রাজনৈতিক চিত্র বিগত যে কোন সময়ের তুলনায় অনেকটা ভাল। রাজনীতিতে সংঘাত কিংবা সংঘর্ষ নেই। নতুন বছরে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও নানা ধরনের রাজনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। কিন্তু নতুন বছরে কোন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বিশেষ করে ১০ দফা আন্দোলনের ঘোষনা দিলেও কেন্দ্রীয় নির্দেশনায় শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী পালন করে আসছে। এ অবস্থায় নারায়ণগঞ্জের রাজনীতিতে সহ অবস্থান ফিরে আসায় শহরবাসীর মধ্যে বিরাজ করছে স্বস্তি। এ বছরের শুরুতে বিএনপির ১০ দফা আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতিতে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করায় সাধুবাদ জানিয়েছেন সাধারন মানুষ। তবে, ১০ দফা আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের তেমন কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন ধরনের গোলযোগ ছাড়াই নারায়ণগঞ্জে শান্তিপূর্ন কর্মসূচি পালন করেছে। যা রাজনীতির জন্য ইতিবাচক দিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। অন্যদিকে, আওয়ামী লীগ ও বিএনপির বর্তমান অবস্থা চলমান থাকলে নারায়ণগঞ্জের উন্নয়নেও তেমন কোন বেঘাত সৃষ্টি হবে না। রাজনীতিতে সহ অবস্থান বিরাজ করলে উন্নয়নের গতি যেমন বৃদ্ধি পায়, তেমন সাধারন মানুষের মধ্যেও রাজনীতিকদের নিয়ে ইতিবাচক মনোভাব তৈরী হয়। তবে রাজনীতির এ ধারা আরো আগে থেকে চালু করা গেলে নারায়ণগঞ্জের পুরনো চিত্র পাল্টে যেত অনেক আগেই এমন ধারনা নগরবাসীর। তবে রাজনীতিতে দুবৃত্তায়ন, সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের আশ্রয়া প্রশ্রয় দেয়া,এবং ভুমিসদ্যুদের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। তা হলেই নারায়ণগঞ্জ শতভাগ বাসযোগ্য হয়ে উঠেবে এমনটাই মনে করছেন বিশ্লেষক মহল।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯