আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | বিকাল ৫:৪৩

জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা

ডান্ডিবার্তা | ১৮ জানুয়ারি, ২০২৩ | ৯:৩৫ পূর্বাহ্ণ

এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা আসছে ঢাকায়। আগামী জুনের উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবার বাফুফে সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক মেসিদের ঢাকায় আসার খবর নিশ্চিত করে বলেছেন, ‘জুনেই আর্জেন্টিনা ঢাকায় আসছে। এটা মোটামুটি নিশ্চিত। আমরা চাই এবার বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলে এখানকার ফুটবলানুরাগীদের মাতিয়ে যাক।’ এর আগে ২০১১ সালে মেসির দল ঢাকায় এসেছিল এবং প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। দুর্দান্ত ফর্মে থাকলেও ওই ম্যাচে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে চার জনকে কাটিয়ে দারুন এক ‘মুভ’ উপহার দিয়েছিলেন। এবার তিনি আসছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসাবে।

ওই ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল। এবারও এই মাঠেই ম্যাচটি আয়োজন করতে চায় বাফুফে। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারযজ্ঞ চলছে। তাই ঘরোয়া ফুটবলের খেলাও হচ্ছে অন্যত্র। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আশ্বস্ত করেছেন, ‘আর্জেন্টিনা আসার আগেই আমরা মাঠ প্রস্তুত করে দেবো। আশা করি তার আগেই বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলার উপযোগী হয়ে যাবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা