আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সন্ধ্যা ৬:৩৪

দুর্বল রাজনীতিতে বিএনপি

ডান্ডিবার্তা | ১৮ জানুয়ারি, ২০২৩ | ১০:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সাংগঠনিক ভাবে দূর্বল বিএনপির রাজনৈতিক ভবিষৎ অনেকটাই অনিশ্চিত। হতাশা বিরাজ করছে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে। মূল দলের পাশাপাশি অঙ্গ সংগঠনেও রয়েছে কোন্দলের পাহাড়। দলের ভেতরে নিজেদের শক্তি অবস্থান, নেতাকর্মীদের নিজেদের অধিনস্থ রাখার চেষ্টাসহ রয়েছে পদ দখলের প্রতিযোগীতা। আর এসব কারণে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোতে চলছে চরম অস্থিরতা। নারায়ণগঞ্জ বিএনপি আগের চেয়ে বেশী চাঙ্গা দাবি করা হলেও বিএনপির রাজনীতিতে অনেকটা লাগামহীন তা বিএনপির নেতাকর্মীদের কাছেই পরিস্কার। এছাড়া জেলা বিএনপির রাজনীতি একাধিক ভাগে বিভক্ত হয়ে পরেছে। মূল দলের বিভক্তির পাশাপাশি অঙ্গ সংগঠনেও রয়েছে চরম কোন্দল। যে কারণে কেউ কারো দিক নিদের্শনা মানছে না। তবে বিএনপির এ অবস্থান জন্য বিএনপির শীর্ষ নেতাদের দূরদর্শিতার অভাবকে দায়ি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। নারায়নগঞ্জ বিএনপির একাধিক সূত্রে জানাগেছে, জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হওয়ার  মহানগর বিএনপির পূনাঙ্গ কমিটি গঠনেও ব্যর্থ হয়েছে বিএনপির শীর্ষ নেতারা। দলের অনেক নেতাই মনে করেন জেলা ও মহানগর বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের ব্যর্থতাই শীর্ষ নেতাদের দূর্বলতার বর্হি:প্রকাশ। জেলা বিএনপি পূর্নাঙ্গ কমিটি গঠনের ব্যর্থতার প্রভাব পুরো বিএনপির রাজনীতিতে পরেছে। জেলা বিএনপির নির্ধারিত সময়ে পূর্নাঙ্গ রূপ দিতে পারলে পর্যায়ক্রমে অন্যান্য কমিটিও সঠিক সময়ে গঠন সহজ হয়ে যেত বলে মনে করছেন বিএনপির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপির অপর একটি সূত্রে জানাগেছে, নির্ধারিত সময়ে জেলা কমিটি গঠনে বিএনপির নেতারা ব্যর্থ হওয়ায় বর্তমানে জেলা কমিটির পদে থাকা নেতারা অনেকটা চাপের মধ্যে রয়েছে। এসব নেতাদের অনেকে কেন্দ্রীয় নেতাদের এড়িয়ে চলছে বলেও ওই সূত্রটি নিশ্চিত করেছে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অপর একটি সূত্রে জানাগেছে, মহানগর বিএনপিতে বর্তমানে চরম অস্থিরতা চলছে। যার বহি:প্রকাশ ঘটছে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে। আর এর প্রভাব মহানগর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও পড়ছে। এদিকে জেলা বিএনপির রাজনীতি একাধিক ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হচ্ছে। মহানগর বিএনপির রাজনীতিতেও বিভক্তি দেখা দিয়েছে। আর মূল দলের নেতাদের বিভক্তিতে বিভক্ত হয়ে পরেছে অঙ্গ সংগঠনগুলোও। জেলা যুবদলের রাজনীতি অনেকটা প্রাণহীন হয়ে পরেছে। মহানগর যুবদলের আহবায়ক খোরশেদ ও যুগ্ম আহবায়ক রানা মুজিব জেলা থাকাকালীন সময়ে মহানগর যুবদলের রাজনীতি নিস্ক্রীয় হয়ে পরলেও তাদের মুক্তির পর মহানগর যুবদলে প্রাণের সঞ্চার ঘটেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাপক শোডাউন করে শহর হৈ চৈ ফেলে দিয়েছে। কোন খবর নেই জেলা স্বেচ্ছা সেবক দলের। জেলা ছাত্রদলের বিভক্তি দীর্ঘদীন ধরেই চলে আসছে। তবে জেলা বিএনপির অবস্থান যে নড়বড়ে তা এসব কোন্দল ও উপকোন্দলেরই বহি:প্রকাশ ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষক মহল। বিএনপিকে নতুন করে ঘুরে দাড়াতে হলে নেতৃত্বেও পরিবর্তনের পাশাপাশি তরুন নেতাদেও প্রধান্য দেয়া প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকমহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা