ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের এক বছর পার হলেও আলোচনা সমালোচনায় পরিপূর্ণ ছিলেন নাসিকের ১০টি ওয়ার্ডের কিছুসংখ্যক কাউন্সিলর। গত ২০২২ সালের জানুয়ারি মাসে ১৬ তারিখ নির্বাচনে জয় লাভ করেন তারা। তবে বছর জুড়েই রয়েছে তাদের নানান আলোচিত-সমালোচিত কর্মকান্ড। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় রয়েছে ২৭টি ওয়ার্ড। যার মধ্যে প্রথম ১০টি ওয়ার্ড সিদ্ধিরগঞ্জে। এখানকার কাউন্সিলরদের মধ্যে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম হয়েছে কিছুসংখ্যক কাউন্সিলর। কখনো ভালো কাজে আবার কখনো বা অন্যায় অত্যাচারের। আলোচিত সমালোচিত কাউন্সিলররা হলেন, নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম টানা তৃতীয়বার নির্বাচনে অংশগ্রহণ করে সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। নতুন বছরের শুরুর মাসে জয়ী হন তিনি। শপথ নেওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েন আনোয়ার ইসলাম। তার ছোট ছেলের বিরুদ্ধে ডিস ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়া অভিযোগ উঠে এবং সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তাদের বিরুদ্ধে। অভিযোগ আছে, ক্ষমতা পাওয়ার কিছুদিন পর রমজান মাসের শুরু থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশস্থ শিমরাইল মোড়ের সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলকারী ৫০০ হকারদের থেকে চাঁদা আদায়ের। পাশাপাশি গত বছরের আগষ্টের ২৪ তারিখ সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা ফরহাদকে অফিসে ঢাকা নিয়ে কাউন্সিলরের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটান সন্ত্রাসীরা। এতে আলোচনায় আসেন আনোয়ার ইসলাম। ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল টানা তৃতীয় বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তার একত্য আধিপত্য রয়েছে এলাকায়। দেশের আলোচিত ৭খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা তিনি। গত ২২ ডিসেম্বর নগরভবনে বিনা প্রতিদ্বন্ধীতায় প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়ে আলোচনায় আসেন বাদল। ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি টানা দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এবারের এক বছরে তার যেমন আলোচনা তেমনি সমালোচনারও শেষ নেই। কাউন্সিলর মতিকে বিভিন্ন সময়ে দেখা যায় স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম হতে। সর্বশেষ ২২ ডিসেম্বর প্রায় ২৩ কোটির অবৈধ সম্পদের হিসাব না দিতে পাড়ায় তার বিরুদ্ধে দুদকের চার্জশিট দেওয়ার মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন মতি। নাসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা টানা তৃতীয় বার কাউন্সিলর নির্বাচিত হন। বছরজুড়ে তার আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের জমী দখলের চেষ্টার অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে প্রধান করে শাহাবুদ্দিন হাওলাদার বাদি হয়ে একটি পি (নং ৩০৫/২২) দায়ের করেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯