আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৮:৩২

বিএনপির ত্যাগীরা প্রতিবাদী হচ্ছে!

ডান্ডিবার্তা | ১৯ জানুয়ারি, ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে থাকায় নারায়ণগঞ্জে বিএনপির নেতারা এখন হতাশ। তবে দলের দু:সময়ে ত্যাগী নেতাকর্মীরা বার বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দলীয় কোন্দলের কারণে তা সম্ভব হচ্ছে না। পাশাপাশি শীর্ষ নেতাদের ভুল সিদ্ধান্তের কারণে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। নেতাদের কমান্ড মানছে না দলের তৃনমূলের নেতাকর্মীরা। অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী এখন দলের শীর্ষ নেতাদের দিক নিদের্শনা দিতে শুরু করেছে। কর্মীদের অভিযোগ দলের শীর্ষ নেতাদের বিরোধের কারণেই বিএনপির এ অবস্থা হয়েছে। একাধিক বলয় তৈরী হওয়ায় দলের শীর্ষ নেতাদের কেউ মানতে চাচ্ছে না। দলের শীর্ষ নেতারা বিএনপি ও অঙ্গ সংগঠনে বিরোধ সৃষ্টি করছে এমন অভিযোগ কর্মীদের। তবে এসব নেতারা যদি আর একটু সর্তক হয় তা হলে বিএনপির বিরোধ ও অস্থিরতা কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হলেও বেশীর ভাগ নেতা রাজনীতিতে নিস্ক্রিয়। আর দলীয় কোন্দলেই চলছে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির কার্য্যক্রম। অভিযোগ রয়েছে, পদাধারী সুবিধাবাদি নেতাদের কারণেই নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে এতো অস্থিরতা। এসব নেতারাই পৃথক পৃথক বলয় তৈরী করে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রন করতে চায়। আর এ নিয়ে বিরোধে জড়িয়ে পরছে কর্মীরাও। তবে এসব নেতাদের বলয় থেকে শুধু কর্মীদেরই নয়, দলকেও বের করে নিয়ে আসা প্রয়োজন। অন্যথায় বিএনপির সাংগঠনিক অবস্থার আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক বোদ্ধা মহল। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি কোন পথে এগুচ্ছে এ নিয়ে ভাবতে শুরু করেছে দলের নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতাদের বিতর্কিত ভূমিকার কারণে বিএনপির কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এখন সাধারন কর্মীরা নেতাদের একক সিদ্ধান্ত নামতে পারছে না। যে কারণে প্রায় সময়ই বিদ্রোহী হয়ে উঠেন অনেক পদ পদবীহীন অনেক নেতাকর্মীরা। দলের দু:সময়ে আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছেন সে সমস্ত নেতাদের এখন রাজনীতিতে মূল্যায়ন করতে চাচ্ছে না। আর যারা আন্দোলনের সময় পালিয়ে ছিল, সরকারের সাথে আতাঁত করে চলেছে এখন তাদেরকে প্রাধান্য দেয়া হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল নেতারা দলীয় প্রতীকের প্রার্থীদের পক্ষে কাজ না করে ক্ষমতাসীনদের প্রার্থীর প্রকাশে কাজ করেছেন এবং যারা নির্বাচনে নিশ্চুপ ছিলেন তারাই এখন বেশি দাপুটে অবস্থানে রয়েছেন। সম্প্রতি দলের সিনিয়র নেতাদের স্বেচ্ছাচারিতা বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কর্মীরা। নেতাদের ভুল সিদ্ধান্তকে মানতে অনীহা প্রকাশ করছেন তৃনমূল। পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে কড়া কড়া বক্তব্য দিচ্ছেন মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে। শীর্ষ নেতাদের একক সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন না তারা। অন্যদিকে, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের এসব স্বেচ্ছাচারিতার কারনে বিএনপির রাজনীতিতে বিরোধ বেড়েই চলছে। বিএনপির শীর্ষ নেতারা কর্মীদের তেমন মূল্যায়ন না করায় কর্মীদের মধ্যের ক্ষোভ বেড়েই চলেছে। এর ফলে কর্মীরা শীর্ষ নেতাদের কমান্ড মানতে পারছে না। অনেক নেতাকর্মীরা সরসরি দলের শীর্ষ নেতাদের একক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা