আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:১৬

টাকার বিনিময়ে সভাপতি পদ দেয়ার অভিযোগে মানববন্ধন

ডান্ডিবার্তা | ২০ জানুয়ারি, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মামুন সিরাজুল মাজিদের বিরুদ্ধে ফুসে উঠেছে স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবী, ‘মামুন এই ওয়ার্ডে থাকে না, সে কিভাবে এইখানের সভাপতি হয়। এমনকি এই ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থীও তার ফুপাতো ভাই। টাকার বিনিময়ে তারা কমিটিতে স্থান পেতে চাচ্ছে। এটি হতে পারে না।’ এদিকে, মামুন সিরাজুল মাজিদের প্রার্থীতা বাতিলসহ নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। ওই মানববন্ধন থেকেই এসব দাবী জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া চৌরাস্তায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিতরা তাদের বক্তব্যে বলেন, ‘মামুন নারায়ণগঞ্জ শহরে বসবাস করেন এবং অত্র ২৭নং ওয়ার্ডের উন্নয়নে বা কল্যাণে তার কোন অবদান নেই। তাকে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেয়া হলে এই ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যক্রম ঝিমিয়ে পড়বে ও সংগঠন ক্ষতিগ্রস্থ হবে। কাউন্সিলর সিরাজুল ইসলাম দীর্ঘ ৩৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই তাকে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেয়া হলে অত্র ২৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যক্রম সুসংগঠিত ও শক্তিশালী হবে। তার নেতৃত্বে অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যক্রমকে এগিয়ে নিতে ও অত্র ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগকে উজ্জীবিত রাখতে কাউন্সিলর সিরাজুল ইসলামের বিকল্প নেই। তাই যাচাই বাছাই করে দক্ষতা ও যোগ্যতার বিচার বিশ্লেষণ করে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামকে অত্র ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোনীত করার দাবী জানাচ্ছি’। উপস্থিত বক্তারা আরো বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার হত্যাকারী, ভূমিদস্যু, সন্ত্রাসী ও টেন্ডারবাজ আলাউদ্দিনের পুত্র নারী নির্যাতনকারী মামুন সিরাজুল মজিদকে নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের কোন পদ পদবী না দেয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহার কাছে আমরা জোরালো দাবী জানাচ্ছি’। এসময় উক্ত মানববন্ধনে অত্র ওয়ার্ডের বাসিন্দা মনিরুল ইসলাম, মামুন ভূঁইয়া, আঃ মতিন, বাচ্চু মিয়া, সালাউদ্দিন, বিল্লাল, জয়নাল, মহিউদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গির, রমজান, খালেক, নূর হোসেন ও জজ মিয়া সহ ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা