ডান্ডিবার্তা রিপোর্ট গতকাল বৃহস্পতিবার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৭ দফা দাবীনামা পেশ করেন। ইতোপূর্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে একই দাবী নিয়ে স্মারক লিপি প্রদান করা হয়। মেয়রকে স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির পোকন, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু। স্মারক লিপি গ্রহণ করে মেয়র গভীর মনোযোগের সহিত নেতৃবৃন্দের আলোচনা শুনেন এবং শহর উন্নয়নের ক্ষেত্রে নাগরিক দুর্ভোগের বিষয় নিয়ে নানাবিধ পরামর্শ বিষয়ক আলোচনা করেন ও দাবীগুলোর মধ্যে তার নিয়ন্ত্রীত যে সমস্ত দাবীগুলো রহিয়াছে সেগুলো তিনি পূরণ করবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, আপনাদের দাবীগুলোর মধ্যে যানজট নিরসন ও ফুটপাথ মুক্ত করার ব্যাপারে যৌথ উদ্যোগ নিলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ সমস্যা সমাধান করতে পারেন। এ ব্যাপারে তিনি দুই সাংসদ শামীম ওসমান ও সাংসদ সেলিম ওসমান এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সচেতন নাগরিকদের নিয়ে একটি সেমিনার করার পরামর্শ প্রদান করেন। দাবীগুলি হলো, চাষাড়া পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলোর ছেড়ে দেওয়া জায়গা দ্রুত পাকা করতঃ রাস্তাটি প্রসস্থ করতে হবে। মৌমিতা বাস সহ সকল অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদ করতে হবে। বঙ্গবন্ধু সড়ক, মীর জুমলা রোড, শায়েস্তা খাঁন সড়ক, শহীদ সোহরাওয়ার্দী রোড (চেম্বার রোড), সিরাজউদৌল্লা সড়ক ও ফুটপাথ হকার মুক্ত করতে হবে এবং মীর জুমলা রোডটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে। প্রকৃত হকারদের বিকল্প পুনর্বাসন এর ব্যবস্থা করতে হবে। ব্যাটারী চালিত রিক্সা, ইজি বাইক ও মিশুক চলাচল আইনী শৃঙ্খলায় আনতে হবে। ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মোটর সাইকেল অবৈধভাবে সড়ক ও ফুটপাথে রাখা নিষিদ্ধ করতে হবে। নিতাইগঞ্জ থেকে মন্ডলপাড়া পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে ট্রাকে মালামাল উঠানামা ২ সারির বেশি রাখা যাবে না তা নিশ্চিত করতে হবে এবং রাস্তার দুই পার্শ্বে কোন গাড়ী পার্কিং করা যাবে না। নির্ধারিত স্থান ছাড়া শহরের অভ্যন্তরে কোন বাস রাস্তা থেকে যাত্রী উঠানামা করতে পারবেনা তা নিশ্চিত করতে হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯