আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:২৯

রাজনীতিতে তৎপর বিএনপি!

ডান্ডিবার্তা | ২১ জানুয়ারি, ২০২৩ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদ্য ঘোষনা হওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নতুন শক্তিতে জেগে উঠবে বলে প্রত্যশা করেছেন দলের তৃনমূল নেতৃবৃন্দ। এছাড়া দ্বাদশ নির্বাচনকে টার্গেট করে জেলা বিএনপির কার্যক্রম বর্তমানে আন্দোলনমুখী। দিনের পর দিন রাজপথে আড়ালে কর্মসূচি করলেও সম্প্রতি প্রধান প্রধান সড়কে নেতাকর্মীদের নিয়ে বেশ জানান দিয়েই কর্মসূচি পালন করছে দলটি। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। সবার মুখে এখন একটাই প্রশ্ন, রাজপথের এই অবস্থান কি ধরে রাখতে পারবে সদ্য ঘোষনা হওয়া জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকনের নেতৃত্বে নারায়ণগঞ্জ বিএনপি?  নাকি আগের মতোই বিভিন্ন অলিগলিতে নাম মাত্র কর্মসূচী পালন করে সটকে পড়বেন দলের নেতৃবৃন্দ? সম্প্রতি নারায়ণগঞ্জের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির রাজনীতির আগামী দিনের নানা পরিকল্পনা নিয়ে। নেতাকর্মীরা জানান, বিএনপির নেতাকর্মীরা বর্তমানে রয়েছেন হার্ডলাইনে। শত শত মামলায় জর্জরিত নেতাকর্মীরা আর নির্যাতন বা মামলা মাথায় নিতে নারাজ তাই যেকোন মূল্যে দ্বাদশ নির্বাচনকে টার্গেট করে রাজপথে শক্ত অবস্থান গড়ে তুলে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় দলটি। আর এর জন্য নারায়ণগঞ্জ বিএনপির অভিভাবক সদ্য ঘোষিত হওয়া জেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দীন এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সাংগঠনিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অণ্যথায়, তাদের সাংগঠনিক দুর্বল সিদ্ধান্তে ভেঙ্গে পড়বে দলের চেইন অব কমান্ড এবং দ্বাদশ নির্বাচনে প্রার্থীদের ভরাডুবির শংকা করছেন দলের তৃণমূল নেতৃবৃন্দ। জানা যায়, নারায়ণগঞ্জ জেলা আন্দোলন সংগ্রামের সূতিকাগার। কিন্তু বিগত সময়ে আন্দোলনের মাঠে তেমন ঝড় তুলতে পারেনি জেলা বিএনপির নেতৃবৃন্দ। এর মধ্যেই মামলা গ্রেফতার কারাবাস ও পুলিশের পিটুনীতে নাজেহাল ছিল নেতাকর্মীরা। এহেন অবস্থায় নেতাকর্মীরা এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে দাবি করে ঘুরে দাঁড়াচ্ছে। এ সময়ের মধ্যে বিএনপির সর্বোচ্চ নেতা দলের চেয়ারপারসন খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান। এ সাজাটিকে প্রহসনের রায় দাবি করলেও সেসময় নারায়ণগঞ্জে চোখে পড়ার মতো তেমন কোনো আন্দোলন দেখাতে পারেনি দলটি। এমনকি সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনেও সফলতার মুখ দেখেনি দল। উল্টো দলীয় কোন্দলের গ্যাড়াকলে নিষ্পেষিত হয়েছে সাংগঠনিক কার্য্যক্রম। তবে সদ্য ঘোষনা হওয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে এক্যবদ্ধ হয়ে ঘুরে দাড়ানোর মাধ্যমে শক্তিশালী বিএনপির অস্তিত্বের জাগান দিবেন নেতৃবৃন্দ। রাজপথে আন্দোলনের মাধ্যমে গড়ে তুলবেন দলের শক্ত অবস্থান। জেলা বিএনপির সদ্য আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, দলের এখন টার্গেট যেকোন মূল্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা। কারণ বর্তমান সময়ে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুতের চড়া মূল্য, তেলের দাম বাড়া ও লোডশেডিংসহ নানা ইস্যুতে এখন মানুষ সরকারের ওপর ক্ষুদ্ধ। যেকোন মূল্যে এই নাভিশ্বাস অবস্থা থেকে মুক্তি চায় মানুষ। আর সে সুযোগে যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা বিএনপি করে দিতে পারে তবে বাকি কাজ মানুষ ভোটে করে দেবে। আর তাই এ মুহূর্তে সরকার পতনের আন্দোলনের বিকল্প দেখছেনা বিএনপি। সেই আন্দোলনে কেন্দ্রের নির্দেশ মতো কাজ করতে মাঠে থাকবে আহ্বায়ক কমিটির নেতৃত্বে জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। সদ্য ঘোষনা হওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দীন জানান, সদ্য ঘোষনা হওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সর্বস্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে নতুন শক্তিতে জেগে উঠবে। ঘনিয়ে আসা দ্বাদশ নির্বাচনকে টার্গেট করে নারায়ণগঞ্জের মাটিতে অবস্থান নিবেন বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃত্বে বিএনপির লাখো কর্মী-বাহিনী। নির্বাচনকালীন সময়ে সরকার বিরোধী আন্দোলন ত্বরান্বিত করার পাশাপাশি নারায়ণগঞ্জের মাটিতে বিএনপির অস্তিত্ব দেশবাসীর কাছে তুলে ধরাই হবে বর্তমান আহ্বায়ক কমিটির উদ্দেশ্য। এমনকি, দলীয় কোন্দল নিরসনের পাশাপাশি ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ বিএনপির পতাকাতলে সকল নেতৃবৃন্দকে একত্রিত করার মাধ্যমে অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে ঝাপিঁয়ে পড়াসহ আন্দোলনের সূতিকাঘার এ জেলা থেকে শুরু করা হবে বলে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, এখন আর ভিন্ন কোনো পথ নেই সবার পথ এক পথ। সেই পথ হচ্ছে বেঁচে থাকার জন্য লড়াইয়ের পদ। এখন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করে মানুষের দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিতে হবে। আর সেই লক্ষ্যে এখন সব মোহনা এক সঙ্গে এসে মিশেছে। এখন আমরা একত্রিত হয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের রাজপথ দখলে রেখে সব আন্দোলন সংগ্রামের কর্মসূচি সফল করে এ সরকারের পতন ত্বরান্বিত করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা