আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৬:০৬

গ্যাস সংকটে নাকাল না’গঞ্জবাসী

ডান্ডিবার্তা | ২১ জানুয়ারি, ২০২৩ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট তীব্র গ্যাস সংকটে ভুগছে নারায়ণগঞ্জের সাধারন মানুষ। আগে দিনের কোনো না কোনো সময় গ্যাস মিললেও এখন প্রায় একেবারেই গ্যাস পাচ্ছেন না শহরের বাসিন্দারা। এ নিয়ে দফায় দফায় নারায়ণগঞ্জ তিতাসের কর্মকর্তাদের অবহত করা হলেও ভোগান্তি থেকে উত্তোরণ ঘটছে না। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের বাবুরাইল, পাক্কারোড, দেওভোগ আখড়া, পালপাড়া, ভূইয়ারবাগ, নন্দীপাড়া, আমলাপাড়া, গলাচিপা, কলেজ রোড, জামতলা, উত্তর চাষাঢ়া, মাসদাইর, মিশনপাড়া, খানপুর, মেট্রো হল, দক্ষিণ সস্তাপুর, সস্তাপুর, ফতুল্লা, পঞ্চবটি, ধর্মগঞ্জ, কাঠেরপুল ও তল্লাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। এসব এলাকার মানুষ সময়মতো রান্না করতে পারছেন না। গ্যাসের তীব্র সংকটের ভোগান্তির বিষয়ে জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত সাধারন মানুষদের সাথে কথা হলে শহরের গলাচিপা এলাকার বাসিন্দা শেখ মো. আমান বলেন, আগে দিনের কোনো না কোনো সময় গ্যাস মিললেও এখন সারাদিনই পাওয়া যাচ্ছে না। সকালে বাসা থেকে না খেয়ে বের হতে হয়। দুপুরেও বাসায় গিয়ে খেতে পারি না। রাতেরটা খেতে হয় ১২টায়। কিন্তু মাস শেষে ঠিকই বিল পরিশোধ করতে হচ্ছে। বিল না দিলে আবার লাইন কেটে দেয়। গ্যাসের তীব্র সংকটের কারনে অতিরিক্ত অর্থ ব্যয় কওে বোতল গ্যাস দিয়ে রান্না বান্নার কাজ করা হচ্ছে। ফলে অতিরিক্ত অর্থ ব্যয়ে তাদের হিমশিম করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। শহরের দেওভোগ এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ছোটো ছোটো ছেলেমেয়েরা সকালে খেয়ে স্কুলে যেতে পারছে না। প্রতিদিনই বাইরে থেকে নাস্তা কিনতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন চলতে পারবো। সবসময় বাইরে থেকে নাস্তা কেনার সামর্থ্য নেই। খুব সীমিত আয়ে আমাদের দিন পার করতে হয়। একই এলাকার গৃহবধূ আকলিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। আগে দুপুরে সামান্য গ্যাস পাওয়া যেতো। এখন সেটাও পাওয়া যায় না। বিকাল সাড়ে ৫টা পর কিছুটা গ্যাস থাকলেও সন্ধ্যার পর পর তা একেবারেই কমে যায়। রাত ১১টার আগের গ্যাসের খোঁজ থাকে না। তবে গ্যাস না থাকলেও বিল দিতে হয়েছে। এ সমস্যার সমাধান কোথায়? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমাদের হয় গ্যাস দেয়া হোক না হয় গ্যাস বিল মওকুফ করে দেয়া হোক। কর্তৃক্ষ যেহেতু সমস্যার কথা বলছে তাহলে অন্তত দিনে বা রাতে সময় নির্ধারণ করে দুই ঘণ্টা সময় করে গ্যাস দেয়া হোক। যাতে আমরা কোনো রকম খেয়ে বেঁচে থাকতে পারি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদ বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানির সংকট দেখা দিয়েছে। এ কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখতে বেশি গ্যাস দিতে হচ্ছে। এটা শুধু নারায়ণগঞ্জে নয় পুরো দেশের একই অবস্থা। আমরা দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জে মানুষের কাছে আহ্বান থাকবে আপনারা একটু ধৈর্য্য ধরুন। সরকারকে সহায়তা করুন। আশা করি খুব শিগগিরই এ সংকট কাটিয়ে উঠবো। উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মো. আনিসুর রহমান বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এলএনজি সাপ্লাই বিঘিœত হচ্ছে। যার কারণে দেশেও সাপ্লাইটা কমে গেছে। এজন্য সবারই গ্যাসের সমস্যা হচ্ছে। তবে পরবর্তী মাস থেকে অনেক উন্নতি হবে। আন্তর্জাতিক সমস্যা থেকেই এই সমস্যা তৈরি হয়েছে। এটা দেশের কোনো সমস্যা না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা