ডান্ডিবার্তা রিপোর্ট ঐতিহ্য সোনারগাঁও জাদুঘরে জমে উঠেছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ সংস্কৃতি। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছেন। এ মেলা হারিয়ে যাওয়া অতীতের সাংস্কৃতিক ও ঐতিহ্য বহন করে। এছাড়াও নতুন দিগন্তের সূচনায় এ মেলা মানুষের হৃদয়ে প্রানের সঞ্চরনা জোগায়। মেলায় সকলের মনমাতানো কারুশিল্প সামগ্রী ছাড়াও থাকছে নানান ধরনের সাংস্কৃতিক আয়োজন। এ আয়োজন উপভোগ করতে বহু দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। মেলা শুরু হওয়ার মুহুর্ত থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে মেলার প্রাঙ্গন। এ মেলায় দর্শনার্থীদের নতুন কিছু দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে কারুশিল্পীদের শিল্প পন্য পর্দশনীর জন্য শতাধিক স্টলের আয়োজন করা হয়েছে। এ স্টল গুলো এমন কিছু প্রদর্শন করবে যা দর্শনার্থীদের মন জুড়িয়ে যাবে। এ মেলায় সোনারগাওয়ের ঐতিহ্য জামদানি, বাশ,বেত,নকশি কাথা,টেপা পুতুল,শীতল পাটি এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত কারুশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়েছে। এছাড়া ও নাগরদোলা, বায়োস্কোপ,পুতুল নাচসহ মনমাতানো বাহারি ধরনের বিনোদন রয়েছে। রয়েছে বাহারি রকমের খাবারের আয়োজন। এর সাথে দর্শনার্থীদের বিনোদন জন্য রয়েছে মঞ্চ কাপানো নাচ,গান, বাউল সঙ্গীত। এটি আমাদের দেশের একমাত্র লোকজ মেলা। হারিয়ে যাওয়া লোক ও কারুশিল্পকে সুন্দর ভাবে এখানে উপস্থাপন করা হয়। মেলায় আগত কয়েকজনের সাথে কথা বলে জানাযায় এই মেলা ইতিহাস ও ঐতিহ্যর মেলা। এ মেলায় অতীতের অনেক ইতিহাস বহন করে। তাই এ মেলায় দর্শনার্থীদের সমাগম দেখা যায়। তবে সরকারি ছুটির দিন থাকায় অন্য দিনের চেয়ে আজ দর্শনার্থীদের উপচে পড়া ভীড় অনেকটাই লক্ষণীয়। আগন্তুক দর্শীনার্থীদের যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা সংস্থার নজরদারি রাখা হয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯