ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার আভ্যন্তরিণ যোগাযোগ ব্যবস্থাসহ নৌ পথে বিভিন্ন জেলার সাথে যোগাযোগের জন্য শীতলক্ষ্যা নদী খুবই গুরুত্বপূর্ণ। এই শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জ সদর উপজেলাকে অন্য চারটি উপজেলা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এছাড়াও এই নদীর ঐতিহাসিক গুরুত্বও অনেক। এক সময় শীতলক্ষ্যা তীরে অবস্থিত বন্দরটি বাংলাদেশের সবচেয়ে প্রধান নদী বন্দর ছিল যা বর্তমানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নদী বন্দর। প্রসস্তের বিবেচনায় নৌ যান চলাচলে বাংলাদেশের অন্যতম শীর্ষে থাকা এই শীতলক্ষ্যা নদীটিকে কেন্দ্র করেই বিশ্ব দরবারে শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে পরিচিতি লাভ করে নারায়ণগঞ্জ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাতির মূলেও আছে শীতলক্ষ্যার অবদান। অথচ আমাদের উদাসীনতা ও অতি মুনাফা লোভের কারণে এই শীতলক্ষ্যা এখন মৃত্যুকুপে পরিণত হচ্ছে। নদী তীরে গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানের অবৈধ নদী দখলের কারণে প্রতিনিয়ত নদী পারাপারে ও লঞ্চ দুর্ঘটনায় যাত্রীরা মৃত্যুর শিকার হচ্ছেন। শীতলক্ষ্যা নদীটি দক্ষিণ প্রান্তে এসে খুবই সর” হয়ে ধলেশ্বরীতে মিশেছে। শহরের নিতাইগঞ্জ এলাকার এখানে নদীর প্রশস্ত প্রায় ১৬০মিটার মাত্র এবং বন্দর ও নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় এই প্রশস্ত প্রায় ২০০মিটার। অথচ এই এলাকাটিই হলো নদীর সবচেয়ে গুর”ত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। এখানে জেলার প্রধান ও দেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চঘাটের অবস্থান হওয়ার পাশাপাশি জেলার সবচেয়ে ব্যস্ততম খেয়াঘাট। এর একটু উত্তরে এগিয়ে গেলে শহরের সাথে বন্দরের যোগাযোগ ব্যবস্থার একমাত্র ফেরিঘাটের অবস্থান। এই দুটি অবস্থানের মাঝামাঝি নদীর পশ্চিম পারে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদপ্তরের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়। যার একাধিক ড্রেজার ও তার সরঞ্জাম নদীর তীরের একটি বড় অংশ দখল করে আছে। পূর্ব পাশে নদীর একটি অংশ দখল করে নোঙর করা আছে আকিজ সিমেন্ট কারখানার সিমেন্টের মালামাল ভর্তি জাহাজ। এসব জাহাজের মালামাল লোড ও আনলোড করতে আসা এসব নৌযানগুলো নদীর একটি বড় অংশ দখল করে রাখার কারণে এবং তীরেও ছোট-বড় নৌযান থাকায় নৌপথ অনেকটাই সরু হয়ে গেছে। এ ছাড়ারও নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক সরকারী ও বেসরকারী জাহাজ তৈরী ও মেরামত করার কারখানা। এর ফলে এখানকার প্রায় ২০০ মিটার প্রশস্ত নদীর প্রায় ১৫০ মিটারই দখল হয়ে আছে। যান চলাচলের জন্য উম্মুক্ত আছে মাত্র ৫০ মিটারের মতো জায়গা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব এলাকায় শীতলক্ষ্যা নদীতে বৈধ ও অবৈধভাবে নোঙর করা হচ্ছে প্রচুর জাহাজ ও ড্রেজার। এর ফলে বন্দর ও নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে কয়েকটি উপজেলার লাখ লাখ লোক প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এর জন্য একাধিক মানবাধিকার সংগঠনসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এর প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করলেও কোনো প্রকার প্রতিকার পাচ্ছে না। লঞ্চ টার্মিনালে নোঙ্গর করা আছে প্রায় অর্ধশতাধিক লঞ্চ। সব মিলিয়ে নদীর চার ভাগের তিনভাগই দখলে চলে যাওয়ায় দুর্ঘটনার পতিত হচ্ছে নৌযানগুলো। প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এসব কারণেই নৌকা ডুবিসহ জাহাজের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্থ হচ্ছে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের ফেরি। মারা যাচ্ছে শত শত মসাধারন মানুষ। এই বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল জানান, শীতলক্ষ্যায় দীর্ঘদিন যাবতই দখল এবং দুষণের কবলে। এই বিষয়ে বিভিন্ন সময় ব্যবস্থা নেওয়া হলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নদীর তীরবর্তী বিভিন্ন জায়গায় বড় বড় শিল্প কারখানা গড়ে নদী দখল করে আছে। এ বিষয়ে সরকার আগের অবস্থানে নাই। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবিষয়ে প্রশাসনকে আরও সক্রিয় হওয়া উচিৎ। শীতলক্ষ্যা বাঁচলে নারায়ণগঞ্জ বাঁচবে। তাই প্রশাসনের একেবারে টপ লেভেল থেকেই এরজন্য ব্যবস্থা নেওয়া দরকার। নগরবাসী জানান, বিআইডব্লিউটিএ’র দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী এখন মরণ ফাঁদে রূপ নিয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে লাখ লাখ মানুষ পারাপার হচ্ছে। বিভিন্ন সময় নৌ দূর্ঘটনা ঘটলেও দূর্ঘটনা রোধে নিশ্চুপ ভূমিকায় দেখা গেছে নৌ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এদিকে নৌযান দূর্ঘটনা নিয়ে বিআইডব্লিউটিএ’র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যানেজ হওয়ার জন্য মামলা দেয় বিআইডব্লিউটিএ এমন মন্তব্য করে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার একাধিক নেতৃবৃন্দ বলেন, এ পর্যন্ত আমরা একাধিক ঘটনার সম্মূখীণ হয়েছি। যখনি একটি দূর্ঘটনা হয়, তখনি গিয়ে বিআইডব্লিউটিএ সবার আগে মামলা করে। ডিজি শিপিং, নৌ পুলিশ, কোস্ট গার্ড এবং জেলা পুলিশ, থানা পুলিশ কেউ কিছু না করলেও তারা মামলা করে। নেতৃবৃন্দ মনে করেন, এটাকে বিআইডব্লিউটিএ’র ম্যানেজের মামলা। কারণ হিসেবে নেতৃবৃন্দ বলেন, মামলা হলে স্টাফ, ড্রাইভার নাম যেমন আসবে তেমনি মালিকের নামও আসবে। তারা প্রত্যেকটি ঘটনায় মালিকের নাম বাদ দিয়ে মামলা করেছে। বার বার বললেও তারা কর্ণপাত করেনি। উপরোন্ত যারে ধাক্কা দিয়ে মারলো তার বিরুদ্ধেও মামলা হয়েছে। মূলত, দুঘর্টনা সংগঠিত হলে সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হলেও বিআইডব্লিউটি-এর কর্মকর্তাদের ভাগ্য খোলে যায়।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯