ডান্ডিবার্তা রিপোর্ট পাঁচ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির মধ্যে মাত্র ২ সদস্যের স্বাক্ষর নিয়ে যোগদান করেছেন কাজে। এক বছর কাজ করেছেন, তুলেছেন বেতনও। দূর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ পড়ার পর তদন্তে বেড়িয়ে এসেছে নিয়োগে জালিয়াতির বিষয়টি। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার পদে সোহেল রানার চাকুরি দুনীর্তির মাধ্যমে হওয়ায় নিয়োগ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ২০১৯ সালের ২৬ আগস্ট সার্ভেয়ার পদে এক জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। সেই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন রাকিবুল হাসান রাকিব আর দ্বিতীয় হন সোহেল রানা। প্রথমস্থান অর্জনকারী রাকিব নয় মাস চাকুরির পর প্রতিষ্ঠান থেকে অব্যহতি নেন। এরপর একই পদে নিয়োগ দেওয়া হয় দ্বিতীয় স্থান অর্জনকারী সোহেল রানাকে। সার্ভেয়ার পদে সোহেল রানার এই নিয়োগ দুনীর্তির মাধ্যমে উল্লেখ করে দূর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ আসেন এক ব্যক্তি। অভিযোগটি বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ২০২২ সালের ৩১ মে দুদক থেকে স্থানীয় সরকার বিভাগকে পাঠানো হয়। সরেজমিন তদন্তের জন্য একই বছরের ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়। পরিচালক তদন্ত শেষে ১১ নভেম্বর জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, ‘নিয়োগ পরীক্ষায় প্যানেল গঠন করা হয়েছে মর্মে উল্লেখ করা হলেও প্যানেল গঠনের কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি। নিয়ম অনুয়ায়ী ৫ সদস্য বিশিষ্ট কমিটির স্বাক্ষর হওয়ার কথা। কিন্তু কমিটির ২ সদস্যের স্বাক্ষর পাওয়া গেলেও মিলেনি ৩ জনের স্বাক্ষরের প্রমান। তাই সোহেল রানাকে নিয়োগ প্রদান বিধিসম্মত নয়, মর্মে প্রতীয়মান হয়।’ এ ঘটনায় স্থানীয় সরকারের উপ-সচিব এসএম নজরুল ইসলাম জেলা পরিষদের প্রদান নির্বাহী বরাবর সোহেল রানার নিয়োগ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন। একই সাথে জেলা পরিষদের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন ও সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার সোহেল রানা বলেন, ‘আমি পরীক্ষা দিয়েছি, নিয়ম অনুযায়ী নিয়োগপত্র পাওয়ার পর চাকুরিতে যুক্ত হয়েছি। এখানে আমার কি ভূল। ভূল হলে যারা নিয়োগ দিয়েছে, তাদের হয়েছে।’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী এম.এম. মাহমুদুর রহমান বলেন, ‘বিস্তারিত ভাবে মন্ত্রণালয়কে জানাবো। তারা যে নির্দেশ দিবে, সেটাই অনুসরণ করবো।’
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯