আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | বিকাল ৩:৩৮

কোনঠাসা না’গঞ্জ আ’লীগ!

ডান্ডিবার্তা | ২৩ জানুয়ারি, ২০২৩ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের একাধিক নেতার সুযোগ পাওয়ার কথা থাকলেও শুধুমাত্র দলীয় কোন্দলের কারণে সেই সুযোগটি পায়নি। স্থানীয় আওয়ামীলীগের নেতাদের কোন্দলের কারণে দল সাংগঠনিক ভাবে দূর্বল হওয়ার পাশাপাশি কাঙ্খিত সেবা থেকেও নারায়ণগঞ্জবাসী বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে নেতাদের কোন্দলের কারণে কর্মীরাও এখন বিভক্ত হয়ে পড়েছে। মন্ত্রী, সাংসদ, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ দলীয় জনপ্রতিনিধিও নেতারাও এখন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তাই দল ও নারায়ণগঞ্জবাসীর স্বার্থে জেলা ও মহানগর থেকে শুরু করে থানা পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন সাধারণ কর্মীরা। জানাগেছে, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের রাজনীতিতে সাংসদ শামীম ওসমানকে হ্যামিলনের বাঁশিওয়ালা বলা হয়। যার এক ডাকে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে আসে মূর্হুতের মধ্যে। যিনি দেশে এবং দেশের বাইরে থেকেও দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষমতা রাখেন। দলের তৃনমূল থেকে শুরু করে হাইকমান্ড সাংসদ শামীম ওসমানের প্রযোজনীয়তা অনুভব করেন। কিন্তু সাংসদ শামীম ওসমান বিরোধীরা এখন একাট্টা হয়েছে। কারনে অ-কারনে বিভিন্ন সভা-সমাবেশে শামীম ওসমান ও তার পরিবার নিয়ে নানা ধরনের সমালোচনায় লিপ্ত হচ্ছে। দলের ভেতরে শামীম বিরোধী শিবিরের মাথা ব্যাথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবার। নারায়ণগঞ্জের যে কোন বিষয় নিয়ে সাংসদ শামীম ওসমানকে জড়িয়ে শুরু হয় সমালোচনা। আর এ নিয়ে শামীম শিবিরও বিভিন্ন সময় প্রতিবাদ করছে। আর এ নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে উত্তাপ ছড়িয়ে পরছে। এদিকে শামীম ওসমান সমর্থকরা মাঝ মধ্যে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওসমান পরিবারের সমর্থকদের মতে, দলের ভেতরের কিছু নেতা আছেন যারা শামীম ওসমান কিংবা তার পরিবারের সমালোচনা করে আলোচনায় আসতেই এমনটা করে থাকেন। সমালোচনা করে মনে করেন, তারা বড় নেতা হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় আওয়ামী লীগের রাজনীতির উত্তাপ রাজপথে ছড়িয়ে পরতে পারে। এদিকে,  বেশ ক’মাস ধরে শহর-বন্দর ও ফতুল্লার কিছু নেতা ওসমান পরিবার নিয়ে বেশী সমালোচনায় লিপ্ত হতে দেখা যাচ্ছে। দলের ভেতরের ঘাঁপটি মেরে থাকা বেশ কিছু নেতা মধ্যম সাড়ির নেতাদের পর্দার আড়ালে থেকে উস্কে দিয়ে ওসমান পরিবারের বিরুদ্ধে গণমাধ্যমের সামনে বক্তব্য দেয়াচ্ছে এমন অভিযোগ ওসমান পরিবার পন্থি নেতাকর্মীদের। সম্প্রতি, সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সিটি মেয়র সেলিনা হায়াত আইভী সাংসদ শামীম ওসমানকে ইঙ্গিত করে উষ্কানিমূলক বক্তব্য প্রদান করেন। জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতার মুখে একজন সাংসদকে ইঙ্গিত করে এমন বক্তব্য দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি নেতা কর্মীদের বিভক্তির সৃষ্টি হয়েছে।  মেয়র আইভী ছাড়াও তার কিছু বাম ঘরানার চেলা চামুন্ডারাও শামীম ওসমানকে ইঙ্গিত করে আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে। এরফলে জেলা আওয়ামীলীগের মধ্যে দলীয় বিভেদ সৃষ্টিসহ এর প্রভাব কেন্দ্রেও পড়ছে বলেও রাজনৈতিক বিশ্লেষক মহলের অভিমত। আর দলীয় বিভেদের কারনেই, কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের কোন নেতা স্থানর পাচ্ছেন না! এ অবস্থা চলমান থাকলে আলোচিত এ জেলার রাজনৈতিক পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও বিজ্ঞ মহলের অভিমত।  এছাড়াও একটি মহল ওসমান পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগকেও দূর্বল করার পায়তারা করছেন বলেও আওয়ামীলীগের কর্মী সমর্থকরা মনে করছেন। তাই এখনো বিভেদ ভুলে মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমানকে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন সাধারন কর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা