আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | বিকাল ৩:২৩

অস্তিত্ব সঙ্কটে আ’লীগের সহযোগি সংঠন!

ডান্ডিবার্তা | ২৫ জানুয়ারি, ২০২৩ | ১০:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলো এখন অস্তিত্ব সংকটে রয়েছে। কমিটি থাকলেও রাজনীতির মাঠে নিস্কীয় রয়েছেন নেতারা, আবার সক্রিয় নেতাদের স্থান নেই কমিটিতে। যার ফলে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে  নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। জেলা ও মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরই মাঠে ময়দানে সক্রিয় হয়ে উঠে জেলা ও  মহানগরের নেতৃবৃন্দরা। তবে নারায়ণগঞ্জের রাজনীতিতে একেবারেই নিষ্কিয় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনগুলো। অনুসন্ধানে জানা গেছে, জেলা যুবলীগের কমিটি থাকলেও নেই নেতৃত্ব। সভাপতি আব্দুল কাদির রাজপথে একেবারেই নেই বললেই চলে। কেননা যুবক থেকে তিনি এখন বৃদ্ধ হয়েছেন। তবুও জেলা যুবলীগের পদ আকঁড়ে আছেন। আর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল এখন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাই তিনি যুবলীগের জারনীতি থেকে দূরে সরে গেছেন। তবে এখনো জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। এছাড়াও জেলা যুবলীগের শীর্ষ নেতা শাহ্ নিজাম, জাকিরুল আলম হেলালসহ অনেকেই এখন মহানগর আওয়ামীলীগের গুরুত্বপূণ পদে রয়েছেন। কিন্তু এরা সকলেই যুবলীগের পদে এখনো বহাল রয়েছেন। যার ফলে জেলা যুবলীগের কমিটি থাকলেও নেই নেতৃত্ব। তাই যুবলীগের বর্তমান সক্রিয় নেতারা নিজেদের রাজনৈতিক পরিচয় দিতে পারছেন না। অপরদিকে, নারায়ণগঞ্জ পৌরসভা থাকা কালীন সময়ে শহর যুবলীগের কমিটি। তবে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হলেও শহর যুবলীগ এখনো মহানগর যুবলীগ হতে পারেনি। আর শহর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনীতির মাঠে পৃথকভাবে কর্মসূচি পালন করছে। এতে করে সাধারণ নেতাকর্মীরা বিপাকে রয়েছেন। আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগেরও এখন করুণদশা হয়ে পড়েছে নারায়ণগঞ্জে। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বিগত দিনে সুনামের সাথে রাজনীতিতে সক্রিয় থাকলেও তাদের অনেতেই এখন বিয়ে করে ফেলেছে। এছাড়াও ছাত্র জীবনও শেষ তাদের। তারপরও তারা ছাত্রলীগের পদে বহাল রয়েছেন অনেকে। যদিও যোগ্য নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণগঠন করা হচ্ছে না বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। অপরদিকে, তিন মাস মেয়াদে মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বছরের পর বছর। চারজনকে নিয়ে মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি কবে নাগাদ পূর্ণাঙ্গ কমিটি হবে নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আবার চারজনের মধ্যে একজন ছাত্রলীগের রাজনীতি থেকে একেবারেই দূরে রয়েছে। ওই একজন মহানগর ছাত্রলীগের কোন কর্মসূচীতেই আজ পর্যন্ত অংশগ্রহন করেননি। একই সাথে ছাত্র থেকে তিনি এখন বিবাহিত। নারায়ণগঞ্জে আওয়ামীলীগের আরেকটি সহযোগী সংগঠন কৃষকলীগ। সংগঠন থকলেও কোন নেতা নেই। আবার নেতা থাকলেও তাদের কোন অস্তিত্ব নেই। বছরের পর বছর রাজনীতির মাঠে তাদের দেখা যায় না। আর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আর কাউকে রাজপথে দেখা যায় না। এই দুইজনের মধ্যে আবার সভাপতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর। পাশাপাশি, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও তিনি জড়িত। তাই মহানগর স্বেচ্ছাসেবক লীগও এখন অনেকটা নিষ্ক্রিয়। এদিকে, তাঁতীলীগ নামে আওয়ামীলীগের সহযোগী সংগঠন থাকলেও নারায়ণগঞ্জে নামে মাত্র রয়েছে। দলীয় কোন কর্মসূচীতে তাঁতীলীগের কোন নেতৃবৃন্দকে দেখা যায় না। আর দলীয় সকল কর্মসূচীতে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর শিরিন বেগমকে দেখা গেলেও অন্য কোন নেত্রীর অস্তিত্বও নেই। আর মহানগর সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি নাসিক নির্বাচনে পরাজিত হওয়ার পরই তাকে রাজনীতির মাঠে তেমন একটা দেখা যায় না। একই অবস্থা যুব মহিলা লীগের কমিটিতেও। কমিটি থাকলেও নেত্রীদের খুঁজে পাওয়া কঠিন। তবে নারায়ণগঞ্জে  আওয়ামীলীগের প্রধান প্রধান সহযোগী সংগঠনগুলোর অস্তিত্ব সংকটে থাকলেও বেড়েছে ভূঁইফোড় সংগঠন। সংগঠনের নামের সাথে লীগ ব্যবহার করে বড় আওয়ামীলীগার সাজার চেষ্টা করছে কতিপয় কিছু অসাধু ব্যক্তি। লীগ ব্যবহার করে করে বেড়াচ্ছে নানা অপকর্ম। যার ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে আওয়ামীলীগ। তাই অচিরেই নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সহযোগী সকল সংগঠনগুলো পুর্ণগঠনের আহবান জানিয়েছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা