ডান্ডিবার্তা রিপোর্ট চলতি বছরকে নির্বাচনী বছর হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মাঠে জোড়ালো হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু গত বছর থেকে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় নেমেছেন। সেই সাথে সরকার দলীয় নানা উন্নয়ন তুলে ধরার পাশা পাশি টানা চতুর্থবারের মত ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন সভা সমাবেশে মানুুষের কাছে নৌকায় ভোট চেয়ে যাচ্ছেন। এই দিক দিয়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাশীরা এখনো তেমন ভাবে মাঠে নামেন নাই। এমনকি স্থানীয় নেতাদের মতে নির্বাচনী এলাকায় তৃনমূল পর্যায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাংগঠনিক ভাবেও শক্তিশালী হতে পারে নাই। কেননা নারায়ণগঞ্জের তৃনমূল ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে দীর্ঘ দিন যাবৎ আওয়ামী লীগের কমিটি না থাকায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। সাংগঠনিক ভাবে ঘুড়ে দাঁড়াতেও পারছেনা। এছাড়া অনেক ইউনিয়নে কমিটি সভাপতি সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত দিয়ে চলছে। এছাড়া জেলার র্শীর্ষ নেতারা কমিটি গঠন করতে চাইলেও তারা দলীয় কোন্দলের কারনে পেরে উঠেন না। এদিকে গত বছরের ২৩ অক্টোবর দীর্ঘ ২ যুগপর হাকডাক করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতি পদে নারায়ণগঞ্জ-আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নাম দাবী উঠলেও শেষ পর্যন্ত তা হয় নাই। সম্মেলনের দিন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পূর্বের কমিটির সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের নাম ঘোষণা করা হয়। আর তখন শামীম ওসমান অনুসারীদের মাঝে এক হতাশার ছায়া নেমে আসে। তবে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেন। কিন্তু তিন মাস অতিক্রম হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে কোন আলোচনা নেই। এমন কী কবে নাগাত পুর্ণাঙ্গ কমিটি হবে তারও কোন হদিস নেই। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অনেক নেতৃবৃন্দ পদহীন হয়ে আছে। এতে করে পদহীন নেতারা পদে আসার অপেক্ষায় আছে। তাই স্থানীয় নেতাদের মতে আগামী নির্বাচনের আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হলে আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের পস্তাতে হয়। অপর দিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীরা এখনো মাঠে তেমন একটা সরব নেই। যদিও কিছু কিছু এলাকায় বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে বর্তমান সংসদ সদস্যরা। তবে মহানগর আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির উদ্যোগ নিয়ে বন্দরের ৯টি ওয়ার্ডে সম্মেলন করলেও সেখানে কোন কমিটি ঘোষনা করেন নাই। এতে করে কর্মীরা সক্রিয় হয়ে উঠলেও কমিটি ঘোষনা না হওয়ায় হতাশাও রয়েছে নেতা কর্মীদের মাঝে। তবে ক্ষমতাসীন দলের জেলার শীর্ষ নেতারা ২০১৮ সনের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে নারায়ণগঞ্জের সবকটি আসনে নৌকার প্রার্থী দেয়ার দাবী জানিয়ে আসছে। বিশেষ করে গত বছরে নাসিক নির্বাচনের সময় তাদের সেই দাবী কেন্দ্রীয় নেতাদের সামনে জোরালো ভাবে জানানো হয়। কেননা সদর-বন্দর আসনে নৌকার এমপি না থাকায় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা অবহেলিত হয়ে আছে। তারা তাদের দুঃখের কথা কারো সাথে শেয়ার করতে পারেন না। জানা যায়, নারায়ণগঞ্জের ৫টি আসনের মাঝে ৩টিতে নৌকার এমপি রয়েছে। তার মাঝে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আসনে এমপি হিসেবে রয়েছে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একই সাথে তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। জেলার আড়াইহাজার আসনের সংসদ সদস্য রয়েছেন নজরুল ইসলাম বাবু। শহরের দিকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে সংসদ সদস্য হিসেবে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা শামীম ওসমান রয়েছেন। তার মাঝে দুটি আসনে মহাজোটের কারনে জাতীয় পার্টিকে তাদের ছেড়ে দিতে হয়। এর মাঝে সদর-বন্দর আসনে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন। একই সাথে সোনারগাঁ আসনে সংসদ সদস্য হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। গত নির্বাচনে এই দুই আসনে ক্ষমতাসীন দল ছাড় দিলেও এবার ছাড় দিতে নারাজ। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে আগামী নির্বাচনের ডামাঢোল এখন থেকে বাজতে শুরু করেছে। দেশের প্রধান বিরোধী দল বিএনপি যদিও বলে যাচ্ছে তারা তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবে না, কিন্তু আগামীতে তারা নির্বাচনে না আসলে দলের অস্তিত্ব নিয়ে টানা হেচরায় পরতে পারে। নির্বাচনে অংশ গ্রহন করলে তখন ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয়ী হতে হলে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমে কাজ করতে হবে। এক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ যদি নির্বাচনের আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হয় দলের প্রার্থীদের ভরাডুবি হতে পারে। সেই সাথে প্রার্থীদের পস্তাতে হতে পারে। এবিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইওয়ের সাথে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করেছি। আর এজন্য আমরা কেন্দ্র থেকে সময় নিয়েছি। আশা করি অতি খুব শীঘ্রই কমিটি হয়ে যাবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯