ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আদালতপাড়া সরগরম দুই প্যানেলের প্রার্থীদের প্রচারনায়। ১৭টি পদের বিপরীতে লড়ছেন আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই প্যানেলের ৩৪ জন। তবে আওয়ামীলীগের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সুসংগঠিত প্যানেলের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল বলে মন্তব্য করেছেন সাধারণ আইনজীবীরা। বিএনপি প্যানেল সাংগঠসিকভাবেও ভঙ্গুর। সাধারণ আইনজীবীদের মতে, আইনজীবী সমিতির নেতৃত্বদানকারী অভিজ্ঞ এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড. মুহাম্মদ মোহসীন মিয়ার নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠিত হলেও তাদের টেক্কা দেয়ার মত শক্ত প্রতিদ্বন্দ্বী প্যানেল গঠন করতে পারেনি বিএনপি। আদালত পাড়ায় বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচনীয় প্রচার-প্রচারণায় এমনটাই দেখা যাচ্ছে। আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এড. এইচ এম আনোয়ার প্রধান সাধারণ আইনজীবীদের মাঝে কিছুটা পরিচিত হলেও সভাপতি প্রার্থী এড. আহসান হাবীব শাহিনকে খোদ বিএনপিপন্থী অনেক আইনজীবীই চিনেন না। পেশাগত দিক দিয়ে সিনিয়র হলেও বিএনপির আইনজীবী হিসেবে আদালতপাড়ায় তার নেই তেমন পরিচিতি। আদালত পাড়ায় ভোটারদের কাছে ভোট চাইতেও তেমন একটা দেখা যাচ্ছে না তাকে। আর আদালত পাড়ায় সাদামাটা ভাবেই বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের প্রার্থীদের সাধারণ আইনজীবীদের কাছে ভোট চাইতে দেখা যাচ্ছে। শাহিন-আনোয়ার পরিষদের প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে এড. এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, আপ্যায়ণ সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড. হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য পদে এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা, এড. সাজিয়া আক্তার। এদিকে নারায়ণগঞ্জ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এবারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলে সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া। তারা এর আগেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে আইনজীবী সমিতির সদস্যদের মাঝে সুনামও কুড়িয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যে কোনো প্রার্থীকে পরাজিত করার মতো যথেষ্ট শক্তিমত্তা রয়েছে তাদের। সাধারণ সম্পাদক প্রার্থী এড. মুহাম্মদ মোহসীন মিয়া বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থীর চেয়ে সাধারণ আইনজীবীদের কাছে অনেক বেশী জনপ্রিয়। তাই আওয়ামীলীগের প্যানেল নেতৃত্বদানকারীরা জুয়েল- মোহসীন সাধারণ আইনজীবীদের মাঝে সুপরিচিত থাকায় তাদের নেতৃত্বে গঠিত পূর্ণ প্যানেলের বিজয়ের পথও অনেকটাই সহজতর হবে বলে মন্তব্য করেন সাধারণ আইনজীবীরা। গত দুই বছরের ন্যায় এবছরও বিজয়ের ধারাবাহিকতায় আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের ১৭টি পদে নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা দৃশ্যায়িত হচ্ছে। ভোট প্রার্থনা করে ভোটারদের মন জোগাতেও ব্যস্ত সময় পার করছেন আওয়ামী প্রার্থীরা। জুয়েল- মোহসীন পরিষদের প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ, সহ- সভাপতি পদে এড. রবিউল আমিন রনি, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে এড. মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. নারায়ণ চন্দ্র সাহা, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও এড. ফাহিমা রহমান পায়েল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ১১৫১জন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখ চাঁদ সরকার।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯